“ফুলের সুবাস” মনের মাঝে
থাকবে না- সে কি হয়!
ফুল ফুটিয়ে মন মাধুরি
ছড়িয়ে কেন নয়!
মনের কালি’ মুছে দিয়ে
জোছনার আলো জ্বালি;
সুখটাকে আজ বিলিয়ে দিয়ে
সুখের দোলায় দুলি।
যেমন করে রাতের তারা
মিটি মিটি হাসে;
শিশির বিন্দু মুক্তার মত
জ্বালে আলো ঘাসে।
তেমনি করে মনের জোছনা
জ্বালিয়ে চলি এসো।
অন্যের সুখে সুখি হয়ে
মনটা ভরে হাসো।
হিংসা কেন মনের মাঝে
আগলে তুমি রাখ!
অহিংসা যে কত মধুর
ভালোবেসে দেখ।
যাকে তুমি হিংসে কর
ভালো তাহার দেখে;
হও না নিজে আরও ভালো
দ্বেষটা দূরে রেখে।
মন্দ’টা কে নিন্দা করে
এসো সবাই ঠেকাই;
সমাজটাকে সুন্দর করে
চলো সবাই দেখাই।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দারুণ এক আত্ম প্রত্যয়ের পদ্য।
মি. শরীফ। আপনাকে আমরা নিয়মিত দেখতে চাই। মনে হয় চাওয়াটা খুব বড় নয়।
loading...
আমিও চাই, কিন্তু ব্যাস্ত থাকায় অপারগ হয়ে যাই দাদা!
ভালো আছেন আশা করছি। শুভেচ্ছা জানবেন ভাই।
loading...
কবির ভাষা, কবির কবিতা ক'জন বুঝতে পারে? "অহিংসা পরম ধর্ম"
কবিকে শুভেচ্ছা।
loading...
শুভেচ্ছা আপনাকেও নিতাইদা।
ভালো থাকুন।
loading...
চমৎকার উপস্থাপন। শুভকামনা
loading...
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।শুভেচ্ছা জানবেন প্রিয় কবি বোন। ভালো থাকুন অনেক অনেক।
loading...