বেশ আগে এই ব্লগে কবিতা নিয়ে লিখেছিলাম। সেখান থেকে একটা কথা উল্লেখ করিঃ কবিতা হল মূলত বিনির্মাণ। এই কথাটার সাথে তখন এখানে সবাই একমত হয়েছিলেন। কবিতার আরেকটা জরুরি অনুষঙ্গ হল অভিঘাত। এটা খুব জেনে বুঝে পুরো কবিতার সাথে একটা সুসম্পর্ক রেখে করতে হয়। নইলে তা হাস্যকর এবং অর্থহীন হয়।
কবিতার যাবতীয় প্রকরণের বাইরের অথচ আবশ্যকীয় একটা বিষয় হল পরিচ্ছন্নতা। কোন যুক্তি দিয়েই কবিতায় অশ্লীলতাকে/নগ্নতাকে জায়গা দেয়া যায়না।
আমার নিচের কবিতাটা একজন চুরি করেছে। চুরি করার পর যা হয়েছেঃ
ক) আমার কবিতাটা চোর তার মত করে সাজাতে গিয়ে হাস্যকর অবস্থার তৈরি করেছে। বিনির্মাণগুলির বেহাল অবস্থা হয়েছে। চোর কী আর বিনির্মাণ বুঝে?!
খ) সে অভিঘাত জানেনা নিশ্চিত। কিন্তু কবিতাটায় অনুরুপ (অভিঘাত) কিছু করতে গিয়ে বারোটা বাজিয়ে দিয়েছে !
আফসোস হয়, আমার কবিতাটা এমন একজন চোরের হাতে পড়েছে যে ঘোষনা দিয়ে ১৮+ কবিতা লিখে যা কখনো কখনো একটা সম্পূর্ণ পর্ণ মুভির মতো হয় !
ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসব থাকবেই জানি। তবুও যখন জেনেছি তখন মনে মনে বলেছি, চুরিই যদি করবি তো কবিতা কেন?
—–
মনলতা ওয়ার্মিং
–
ঘটনাটা হঠাৎ করেই ঘটে গেল-
ঈশ্বরকে চমকিয়ে দিয়ে উত্তর মেরুতে
কোটি গুণ বেশি বেগে বরফ গলতে শুরু করলো;
ফলে সমুদ্রতীর থেকে শহরে এবং
দেশ থেকে দেশে বানের মতোন
মানুষের ঢল নামলো।
আবহাওয়ার জোরালো ফোরকাস্ট মিথ্যে করে দিয়ে
শীতপ্রধান দেশে শীত শতগুণ হলো
এবং মঙ্গলসহ জলশূন্য সব গ্রহ নক্ষত্র
জলে ডুবে গেলো।
মহাকাশ স্টেশণ ছেড়ে নাশার বিজ্ঞানীরা
হন্যে হয়ে পাহাড়ে পাহাড়ে
নূহের নৌকা খুঁজতে লাগলো।
পরিণামে দেশে দেশে যুদ্ধ হলো,
রাস্তায় নারীরা ভ্রষ্ট হলো;
আকাশ ভাঙ্গলো
চন্দ্র ভাঙ্গলো
সূর্য গলে বৃষ্টি নামলো;
এইভাবে তিনদিন কেটে গেলো !
অতঃপর একটু আগেই ব্রেকিং নিউজ হয়েছেঃ
মহাবিশ্বের কোথাও আর অস্বাভাবিক বরফ গলছেনা
এবং সমুদ্রের সব বাড়তি জল আজ ভোরে উত্তর মেরুতে ফিরে গেছে !
কারণ তিনদিন পর আজ ভোরেই
মনলতার
গায়ের
জ্বর
নেমে গেছে !
—————————————
#গ্লোবাল ওয়ার্মিং অনুকরণে নাম দেয়া হয়েছে। ধারণা করা হয়, গ্লোবাল ওয়ার্মিং-এ এরকমই কিছু ঘটবে।
loading...
loading...
আপনার পোস্টে এসে কন্টেন্ট পড়ে কিছুক্ষণ ভাবতে বসে যাই আমি। এটা যে এই প্রথম করলাম সেটা নয়; আপনার লিখায় বরাবরই আমি এটা করি। কেন করি সেটা জানি না। চোরকে নিন্দা জানালে তাঁকে প্রায়েরিটি দেয়া হয়, আমি বরং সাধুবাদ জানাই তাকে; কারণ সে আপনার কবিতায় হাত দিয়েছে। সরি, নেভার মাইণ্ড।
সুযোগ পেয়ে মনলতা ওয়ার্মিং পাঠ সেরে নিলাম স্যার।
loading...
কমেন্টের প্রথম অংশের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মিঃ মুরুব্বী।
"চোরকে নিন্দা জানালে তাঁকে প্রায়েরিটি দেয়া হয়, আমি বরং সাধুবাদ জানাই তাকে; কারণ সে আপনার কবিতায় হাত দিয়েছে।" — কথাটাতে মন ভরে গেল।
অশেষ ধন্যবাদ আপনাকে!
loading...
চোর কী আর বিনির্মাণ বুঝে? ভাল বোঝে বলেই হয়তো বিনির্মাণ করেছে। নেট এর পুরো স্বাধীনতা সে কাজে লাগিয়েছে।
loading...
হাহাহাহা। ভালো বলেছেন!
loading...
ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসব থাকবেই। কবিতা শুধু নয়; সেখানে প্রোফাইলের ছবিও চুরি হয়।
loading...
"কবিতা শুধু নয়; সেখানে প্রোফাইলের ছবিও চুরি হয়।" ঠিক বলেছেন দাদা। এই লেভেলের লোকদের "লেভেল" ওটা!
loading...
চুরি এমনিতেই বিরক্তিকর। তার উপর লেখা ছেঁড়া কাটা করতে দেখলে মেজাজ ভীষণ খারাপ হয়ে যায়। দুঃখজনক।
loading...
চোরের ওপর মেজাজ খারাপ করে লাভ নাই জানি; তবুও হয়েছিল। তবে ঘৃণা বেশী হয়েছে!
loading...
কবিতাটি আবারও পড়ার সুযোগ হলো। তার পাশাপাশি মনটাও খারাপ হলো।
loading...
কবিতাটা আপনি আবার পড়লেন- এটা আমার জন্য ভালো লাগার বিষয় দিদি!
loading...
আজকাল সব কিছু স্বাভাবিক বলেই মেনে নিয়েছি।
loading...
এছাড়া আর কী ইই বা করার আছে!? অশেষ ধন্যবাদ কবি!
loading...
বিনির্মাণগুলির বেহাল অবস্থাR jonno or shashti chai.
loading...
শাস্তি দিতে দেখলেই কেন জানি চোরদের জন্য আমার মায়া হয়েছে। বেশী কিছু তো আর ওরা চাইতে জানেনা! থাক, এবার একে মাফ করে দেই!!
loading...
মহাবিশ্বের কোথাও আর অস্বাভাবিক বরফ গলছেনা
এবং সমুদ্রের সব বাড়তি জল আজ ভোরে উত্তর মেরুতে ফিরে গেছে !
কারণ তিনদিন পর আজ ভোরেই
মনলতার
গায়ের
জ্বর
নেমে গেছে !
*




loading...
অশেষ ধন্যবাদ কবি!
loading...