পরান মাঝি ... তুই বৈঠা থামা

মাঝি, তুই বৈঠা থামা;
আমি ঘাটের জলে ডুইবা মরতে চাই।
মাঝ দরিয়ার ঢেউয়ের নাচে বসন সমেত
ভাইসা যাইতে চাই,
পরান মাঝিরে, তুই বৈঠা থামা।
বুক কাঁপি যায় জ্বারে,
এ জ্বার আসে ডাঙ্গায় বাঁধা অচিন কোন ঘরে।

অমাবস্যায় বসন কাঁপে, কাঁপলো দরিয়ার জল;
আমার গতর-তোরি গতর নামলো নদের ঢল।
তোর সোঁদা গন্ধে ভইরা গেসাল অংগ জরা জ্বরে;
এখন কীবা এমন কইরা বুক কাঁপে মোর ডরে।

মাঝি তুই বৈঠা থামা,
গাঙ্গের জলে কার জানি ছায়া পিছন করে।
সুঠাম বাহু আলগা করতেও ভয় লাগে তোর বুঝি,
ওই খানে আর আমি নাইরে,
আছে আরেক পরী;
তার শইল্যের গন্ধ আইস্যা আমার নাকে লাগে,
কইলজ্যা পুইড়া যায়রে মাঝি,
কয়লা হয় এই মাটি।

দেহের জ্বারে মনের জ্বারে একাকার হই আমি,
পরান মাঝি, তুই বৈঠা নিয়া চইলা যা উজানে;
তোর জন্যে বইস্যা আছে হুর পরী ওই ঘাটে।
গলগলাইয়া চান্দের আলোয় আমার গতর ভাসে;
ভাটির টানে মরন যদি আবার ফিরা আসে,
মাঝি, তুই বৈঠা থামা।
গাঙ যে আমায় ডাকে।।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ০টি) | ৮ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৮-১০-২০১৯ | ১০:৩৯ |

    গলগলাইয়া চান্দের আলোয় আমার গতর ভাসে;
    ভাটির টানে মরন যদি আবার ফিরা আসে,
    মাঝি, তুই বৈঠা থামা।
    গাঙ যে আমায় ডাকে।।

    অনেকদিন পর কথ্য ভাষার কবিতা পড়লাম কবি রোদেলা নীলা। ২/১টা শব্দ বুঝিনি। Smile

    GD Star Rating
    loading...
  2. আলমগীর কবির : ১৮-১০-২০১৯ | ১১:০৬ |

    বাহ! কবিতটা বেশ ভাল লিখেছেন তো!!!!

    GD Star Rating
    loading...
  3. সুমন আহমেদ : ১৮-১০-২০১৯ | ১১:৫৮ |

    পরান মাঝির উচিত হবে বৈঠাটি আপাতত থামিয়ে দেয়া। সুন্দর কবিতা কবি আপা। 

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ১৮-১০-২০১৯ | ১২:২২ |

    চমৎকার কবিতা প্রিয় কবি দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  5. সৌমিত্র চক্রবর্তী : ১৮-১০-২০১৯ | ২২:৩১ |

    অসাধারণ কবি বোন রোদেলা নীলা। ভিন্ন স্বাদের লিখা। বাহ্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  6. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১৮-১০-২০১৯ | ২২:৩৭ |

    * অভিনব…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  7. এস এম হৃদয় রহমান : ১৮-১০-২০১৯ | ২২:৩৯ |

    গতানুগতিক ধারা থেকে একটু ভিন্ন ধাচের কবিতাটা ভাল লাগল।

    GD Star Rating
    loading...
  8. শাকিলা তুবা : ১৮-১০-২০১৯ | ২৩:৩৫ |

    দারুণ এবং সুন্দর আপা। Smile

    GD Star Rating
    loading...