কোন এক অদৃশ্য বিলীন যন্ত্রের ছোঁয়ায়

উন্মাতাল দিনের রাঙা পাঁয়ে শেকল পড়াতে ইচ্ছে করে আজকাল;
আমি বিনা দর-দামে বেঁচে দিতে চাই অযৌক্তিক হাসি খেলা্র দিন,
আমি একদম বিনে পয়সায় নিলামে চড়াতে চাই –
অযাচিত স্মৃতির মেলা ।

ক্লান্ত দিনের শেষে অনাবিল সূর্যের ডুবন্ত মুখ,
মাঘী সন্ধ্যায় উত্তাপ ছড়ানো আলিঙ্গন ;
সব কিছু একেবারেই মুছে ফেলতে চাই
কোন এক অদৃশ্য বিলীন যন্ত্রের ছোঁয়ায়।

এখানে এক চিলতে রোদও পড়েনি কোন দিন;
এমন অন্ধকার ঘুঁটঘুঁটেই ছিল ,
যেমন অন্ধকারে আগলে ছিল আমার শাড়ীর কালো আঁচল ;
ঘন লাল টিপ।

নীল চুড়িগুলো ভেঙ্গে যাচ্ছে একটা একটা করে,
ভেঙে যাচ্ছে সময় ;
ভেঙে যাচ্ছে ছন্দ।

মনে হয় ;
আর কোন দিন রোদ্দুরের গল্পের মোড়ক উন্মোচিত হবে না,
কোথাও ফুটে উঠবেনা একটা নীলপদ্ম।
নস্টালজিকের অভিপ্রায় বেঁচে দিতে চাই চিরদিনের জন্যে ;

হাঁপিয়ে উঠেছি খুব;
ক্লান্ত মস্তিষ্ক আর কোন স্মৃতি বহন করতে পারছে না,
সোনালী রঙ ছটা রোদ্দুর দিন নিলামে চড়িয়ে
নিশ্চিন্তে চাষ করতে চাই আগত সময়।।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. নিতাই বাবু : ২৯-০৮-২০১৯ | ১১:২১ |

    নিখুঁত শব্দ গাঁথুনিতে মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হলাম শ্রদ্ধেয় কবি। শুভেচ্ছা জানবেন।       

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ৩০-০৮-২০১৯ | ১৩:৩৬ |

    অভিনন্দন প্রিয় কবি রোদেলা নীলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...