শনিবার

আজ দিনটা আগষ্ট ১৭ শনিবার
দেখতে পাচ্ছো দিনটি সূর্যকে ছিঁড়ে বেরিয়ে আসছে আমাদের দিকে
জানিনা তোমাকে দেখলে আমার কিরকম কিরকম লাগে
এক বলতে গিয়ে আর এক বলে ফেলি
নার্ভাস লাগে
জানি এটা প্রেম নয়
আকাশবানী র সংবাদ প্রচার নয়
কোন বাঁধানো রক্ষনশীল সম্পর্ক ও নয়
একটু ভালোভাবে আমার কাছে বসে থাকতে পারো
আর ও বেশীক্ষণ তাকিয়ে থাকতে

কিন্তু তোমার দিকে ভালো করে তাকাতেই আমি
চারিদিকে কালো কালো বৃষ্টিপাত দেখতে পাই
তোমার যে চোখ আমার খুব ভালো লাগে
সেগুলো র আকর্ষন ফ্যাকাসে হতে শুরু করে
মাঠের সৌন্দর্য ও আসতে আসতে হারিয়ে যায়
নাকের ওপর তিলটা ক্রমশ স্পষ্ট হয়ে তোমার চোখের
লাজুক লাল আভাটিকে জাগিয়ে তোলে
হলুদ সার্টের বোতাম বহুদূরে ছিটকে পড়ে
কল্পনায় শিহরিত হয়ে যাই
তোমার গোলাপি শরীরের রঙগুলো আকাশের দিকে মিশে যেতে দেখে
আমার ইচ্ছে করে
একদৌড়ে রামধনু হয়ে যায়
মেঘটার টোপর থেকে তোমার
হৃদয় ছিনিয়ে নিয়ে আসি
লুকানো গুহায় তোমার মন কুঁকড়ে বসে আছে
কতশত বার আমি কোলে নি
কাছে ডাকি
সে আসবেই না
আমাকে বিশ্বাসঘাতক শৃগাল ভেবে
দূরে থাকে
কষ্ট পায়
ছাউনির খড়গুলো চিবিয়ে
কেবল অসহায় ভাবে তাকিয়েই
বেঁচে থাকে

শনিবার
বেশীমাত্রায় পারদ ঢেলে দেয় আমার উপর!

.
অরুণিমা মন্ডল দাস
কাকদ্বীপ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ০টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৮-০৮-২০১৯ | ১৯:৪৬ |

    আপনার কবিতা গুলোয় ভিন্ন মাত্রিক স্বতন্ত্রতা আছে। হোক কাল্পনিক তারপরও অন্যান্য লিখকের লিখার পাশাপাশি আপনার কবিতা প্যারালালি পড়তে ভাল্ই লাগে। শুভেচ্ছা। Smile

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১৮-০৮-২০১৯ | ২০:১৩ |

    বরাবরই আপনি ভালো লিখেন তারপরও এই কবিতাটি বিশেষ মর্যাদার দাবি রাখে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif 

    GD Star Rating
    loading...
  3. সুমন আহমেদ : ১৮-০৮-২০১৯ | ২২:২০ |

    ভালো লিখেছেন কবি। 

    GD Star Rating
    loading...
  4. শাকিলা তুবা : ১৮-০৮-২০১৯ | ২২:২৯ |

    সুন্দর কবিতা। Smile

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ১৮-০৮-২০১৯ | ২২:৫০ |

    সুন্দর প্রিয় কবি দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  6. আবু সাঈদ আহমেদ : ১৮-০৮-২০১৯ | ২৩:০৯ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...