স্বাধীনতা

স্বাধীনতা ঠিক কি?
ষোল বছরে মেয়ের বিয়ে উনিশে বাচ্চার মা
বই খাতা র পরিবর্তে বাসি কাজ
ভিজে কাপড়
নিয়মের রংবেরঙের মেট্রো
রুট ধরে চলা ফেরা করে
জীবনের চারপাশ
মেনে নেওয়া শুধু মেনে নেওয়া
সংসারে অশান্তি!

বাচ্চা নাও ঠিক হয়ে যাবে
তারপর ও অশান্তি
ওরকম হয় মেনে নাও
মেরে ফেললে যা মরে গেল !

আত্মহত্যা করলে
ঢং করছে! কত সহ্য করে মানুষ বাঁচে আর একে মরতে হল”
মেয়েদের বাঁচা পরের জন্য
বাবা মা না থাকলে তো কুকুরের জীবন!

রাস্তায় বৃষ্টি
ছাতা নেই
একমনে ভিজছি
মনে হাজাররকমের গীটার বাজছে
কারো ভালোবাসা র স্পর্শ গুলো কুয়াশা র শান্তি!

এটাই কি স্বাধীনতা?
খোলা ছাদে এলোমেলো মেঘগুলো কোলে
আদর খাচ্ছে হাওয়া প্রকৃতি আমার মাথায় হাত বুলোচ্ছে

আবছা আবছাভাবে মায়ের মুখ টা মনে পড়ছে
বোনের রাগগুলো গরম হচ্ছে আমার অভিমানে
পেন ধরে লিখতে বসলাম
ওখানেই ঘন্টার পর ঘন্টা বসে কোন রোমান্টিক গানের হলুদ সাদা নীল গোলাপী কেড়ে নিতে
ইচ্ছে করছে
এটাই কি স্বাধীনতা?

চুলগুলো নরম কিনা হাত দিয়ে দেখতে খুব
ইচ্ছে করে পাখিটির
অনাথা পাখিটির ভয় হয়
যদি কোন হতাশা য় তাঁর রক্ত শুষে
কল্পনায় আঁকা প্রেমগুলো মেরে ফ্রস্ট্রেটেড থ্যালাসেমিয়া তে না যেন
আক্রান্ত হয় !

খুব কষ্ট হয়
স্বাধীন দেশে
নির্মল দেশে
পথে ঘাটে নোংরা দেখে
ভিখারী দেখে
শিশু শ্রমিক
শিশু ভিখারী দেখে
পোষ্টার দেওয়া নাবালিকা প্রস্টিটিউট দেখে
মোড়ে মোড়ে হিংসাত্মক কাজকর্ম দেখে
পাবলিসিটির লোভে নীচে নামতে দেখে
এটাই কি স্বাধীনতা?

সরকারী ফর্ম বছর বছর পড়ে থাকতে দেখে?
পেনশনের টাকা দেরীতে আসায় বুড়ো বুড়িদের না খেয়ে থাকতে দেখে?
অসহায় মধ্যবিত্তদের পায়ের তলায় পিষে মারার সিস্টেম দেখে?

না
আমি সেটা বলছি না
ভারত স্বাধীন হয়নি
ভারত স্বাধীন ইংরেজদের অত্যাচার থেকে
কিন্তু আমরা নিজেরাই ইংরেজ হয়ে গেছি?
ইংরেজের উন্নাসিক মুক্ত জীবনধারা আমাদের
অনেক কিছু শিখিয়ে গেছে?
গুড মর্নিং গুড নাইট
পোশাক আশাকে
আমরা ইংরেজদের ই অনুকরণে বাঁচছি?

কিটস শেলী শেক্সপীয়ার আজ ও প্রিয় !
এটাই কি স্বাধীনতা?
সত্যি করে বলুন তো
এটাই কি আমরা চেয়েছিলাম?
নেতাজী রা কি এটাই চেয়েছিল?

.
অরুণিমা মন্ডল
কাকদ্বীপ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৯ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৫-০৮-২০১৯ | ১১:৩৩ |

    ভারত স্বাধীন ইংরেজদের অত্যাচার থেকে
    কিন্তু আমরা নিজেরাই ইংরেজ হয়ে গেছি?
    ইংরেজের উন্নাসিক মুক্ত জীবনধারা আমাদের
    অনেক কিছু শিখিয়ে গেছে?
    গুড মর্নিং গুড নাইট !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • অরুণিমা মণ্ডল : ১৫-০৮-২০১৯ | ১২:৩৭ |

              স্বাধীন আমরা কোনদিন হতে পারব না নিজেদের জন্যই
          

      GD Star Rating
      loading...
  2. সুমন আহমেদ : ১৫-০৮-২০১৯ | ১১:৫৩ |

    এমন স্বাধীনতাকে স্বাধীনতা বলা যায় কিনা সন্দেহ আছে কবি। 

    GD Star Rating
    loading...
    • অরুণিমা মণ্ডল : ১৫-০৮-২০১৯ | ১২:৩৭ |

              স্বাধীন আমরা কোনদিন হতে পারব না নিজেদের জন্যই
          

      GD Star Rating
      loading...
  3. সাজিয়া আফরিন : ১৫-০৮-২০১৯ | ১২:৩৫ |

    সুন্দর কবিতা। 

    GD Star Rating
    loading...
  4. অরুণিমা মণ্ডল : ১৫-০৮-২০১৯ | ১২:৩৮ |

    ধণ্যবাদ দিদি কেমন আছেন সবাই

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ১৫-০৮-২০১৯ | ১৩:১০ |

    স্বাধীনতা আমাদের অস্তিত্ব দিদি ভাই।

    GD Star Rating
    loading...
  6. সৌমিত্র চক্রবর্তী : ১৫-০৮-২০১৯ | ১৩:১৪ |

    দিনদিন ক্ষয়ে যাওয়া আমাদের স্বাধীনতাকে ঝালিয়ে নিতে হবে। মেরামত করতে হবে।

    GD Star Rating
    loading...
  7. আবু সাঈদ আহমেদ : ১৫-০৮-২০১৯ | ১৩:৪০ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...