আমরা নিজেদের মানুষ বলে গর্ববোধ করি। কিন্তু কোন কারণে নিজেদের মানুষ বলে দাবী করি ? মানুষ বলতে কেবল দুই হাত, দুই পা, দুই চোখ, নাক, মুখ আছে বলেই কোন প্রাণী মানুষ নয়। মানুষ হল তার স্বভাব, তার আচরন, তার কর্ম, সব কিছুর সমষ্টি। আর একজন মানুষের সব কিছু নিয়ন্ত্রিত হয় তার মনুষ্যত্ব বা বিবেক দ্বারা। হাত, পা, চোখ, কান, মুখ এসব অন্য প্রাণীদের মাঝেও আছে, কিন্তু তাদের মানুষ বলি না, কারণ তাদের মাঝে এই বিবেক বোধটা নাই। যে কারণে মানুষকে মানুষ বলা হয়, ঠিক সেই কারণটাই হল মনুষ্যত্ব বোধ, বিবেক বোধ, যা একমাত্র মানুষ ব্যতিত অন্য কোন প্রাণীর মাঝে নেই। মানুষের আরেকটি বিশেষ পরিচয় তার কর্মে। কেননা, মানুষের কর্ম তার বিবেক বোধ দ্বারা পরিচালিত। প্রত্যেকটি মানুষের চিন্তা, চেতনা, অনুভূতি ভিন্ন বলেই, প্রত্যেকের মাঝেই ভিন্ন ভিন্ন গুন- বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। কিন্তু এই ভিন্নতা পরিলক্ষিত হওয়া সত্ত্বেও অতি সামান্য কোন না কোন বিষয়ে একটু হলেও সবার মাঝেই মিল রয়েছে। কোথায় সে মিল?
প্রকৃত অর্থে মানুষ বলতে কি বোঝায় ? যদি প্রত্যেকটি মানুষের আচরণ ও গুন বৈশিষ্ট্যের সাদৃশ্য খুঁজতে যাওয়া হয়, তবে বেশ কিছু গুন বৈশিষ্ট্যের মাঝে, একটি প্রধান গুন বৈশিষ্ট্যের মিল সবার মাঝেই খুঁজে পাওয়া যাবে। তা হল বিবেক। প্রত্যেকটি মানুষই, এই বিবেকের নিকট কম বেশি পরাধীন। কেননা, বিবেক যতক্ষণ পর্যন্ত কোন সিদ্ধান্ত প্রদান না করে, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ কর্ম সম্পাদনের লক্ষে নিজেকে নিয়োজিত করে না। বিবেকহীন কোন মানুষই হয় না। শুধু মাত্র কোন মানুষের বিবেক হয়তো ভালো কাজে সম্মতি প্রকাশ করে, আবার কিছু মানুষের বিবেক খারাপ কাজে সম্মতি প্রকাশ করে, যা হয়তো মানুষ হয়ে করা উচিত নয়, আর এজন্যই ওই সব মানুষদের বিভিন্ন প্রাণীর আচরণের সাথে মিল রেখে, বিভিন্ন নামে প্রকাশ করি।
চলবে …………………
loading...
loading...
প্রত্যেকের মাঝেই ভিন্ন ভিন্ন গুন- বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। কিন্তু এই ভিন্নতা পরিলক্ষিত হওয়া সত্ত্বেও অতি সামান্য কোন না কোন বিষয়ে একটু হলেও সবার মাঝেই মিল রয়েছে। কোথায় সে মিল?
এই কোথায় মিল সেই বিস্তারিত জানবার জন্য আগামী পর্ব পড়তে চাই।
loading...
পড়লাম ভাই। নিয়মিত হলে তো ভালোই হয়।
loading...
যা হয়তো মানুষ হয়ে করা উচিত নয়, আর এজন্যই ওই সব মানুষদের বিভিন্ন প্রাণীর আচরণের সাথে মিল রেখে, বিভিন্ন নামে প্রকাশ করি।
loading...
বিবেক যতক্ষণ পর্যন্ত কোন সিদ্ধান্ত প্রদান না করে, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ কর্ম সম্পাদনের লক্ষে নিজেকে নিয়োজিত করে না।
loading...
মানুষের কর্ম তার বিবেক বোধ দ্বারা পরিচালিত।
loading...
চলুক।
loading...