সাড়ে তিন’শো কিলোমিটার দূরবাসে
হাত বাড়ালে অন্ধকার উঠে আসে ;
প্রচ্ছন্ন তার অবয়ব,
আমি চিনতে পারলেও না চেনারা
ভীষন আগ্রহে জানিয়ে দেয়–
নীরব দূরত্বে থাকো রমনী।
আমি দূর থেকে আরো দূরে বিলীন হতে থাকি ;
যতোটা দূরত্বে রোদ আলো দিতে না পারে,
একমুঠো ঝলমল হাসিকে করতলে মাখিয়ে
হারিয়ে যাব নিষিদ্ধ উপত্যকায়।
তোমাদের কাছে আমার নিকটে পৌঁছাবার
আর কোন সূত্র পাঠাবো না আমি !
ভালো থেকো জল
ভালো থেকো মেঘ
ভালো থেকো পাহাড়
ভালো থেকো আমার নিতান্ত ভালোবাসারা।
______________________
বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত –
– নির্মলেন্দু গুণ
একা একা মশারী টানাতে টানাতে আমি এখন ক্লান্ত
– রোদেলা নীলা
__________
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভালো থাকুক আপনার সকল নিতান্ত ভালোবাসারা। আমাদের শুভকামনা কবি।
loading...
ভাল এবং সুন্দর কবিতার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা।
loading...
কবিদের ভাবনা স্পেশাল ধরে নিয়েই পড়ি। অভিনন্দনে শুভেচ্ছা কবি রোদেলা নীলা।
loading...
শুভযাত্রা কবি বোন রোদেলা নীলা।
loading...