আমি-
নিশিতে নিঃস্বার্থ ভাবে ভালবাসতে পারি তোমাকে।
প্রশ্ন করতে পার-
দিনে নয় কেন?
দিনের অপরাধ?
আমি ঠিক তোমাকে বুঝাতে পারবনা।।
আসলে তুমি কল্পনাও করতে পারবেনা-
দিনে আমি কতটা অসহায় থাকি!!
কত গুলো কষ্ট আর যন্ত্রণাকে আমি
সেবা দিয়ে থাকি!!
অনেকটা ডে-কেয়ার সেন্টারের মত।
আর পর্দার পেছন থেকে ক্যামেরা ধরে থাকে কিছু-
বীভৎস অসহায়ত্বে বেড়ে উঠা
তরতাজা সাদাকাল বেকার জীবন।
তাদের সাথে একাত্মা প্রকাশ করে জ্বলন্ত বেনসন।
দিনের জমানো কষ্টগুলোকে
অল্প অল্প করে পুরে-
সময়ের শেষে তৈরী করে ছাঁই।
আর-
নিকোটিন যুক্ত ধোঁয়াকে পাঠানো হয় ভ্রাম্যমান আদালত করে,
অন্তর পরিদর্শনে।
সারাটা দিন ব্যাস্ত থাকি-
ঐ আদালতের প্রয়োগকৃত শাস্তি ভোগ করতে।
বুঝতে পারছ সাবাহ্??
আমি আসলেই দিনে সময় পাইনা।
তাই-
রাতের সময়টা তোমাকে উৎসর্গ করলাম।
রাতের সময়টা তোমাকে উৎসর্গ করলাম।
ঐ আদালতের প্রয়োগকৃত শাস্তি ভোগ করতে।
বুঝতে পারছ সাবাহ্??
আমি আসলেই দিনে সময় পাইনা।
তাই-
রাতের সময়টা তোমাকে উৎসর্গ করলাম।
loading...
loading...
জীবনটাই যেন উৎসর্গের। আমারটা শেষ করেছি আশা করবো আপনি নিঃস্ব হবেন না। এনিওয়ে ফান করলাম। কবিতার জন্য ধন্যবাদ মি. ফেনা। আশা করবো ভালো আছেন।
loading...
ধন্যবাদ প্রিয় মুরব্বী এই অধমের লেখা পড়ার জন্য।
ভাল থাকবেন সতত।
loading...
আপনিও ভালো থাকবেন মি. ফেনা।
loading...
অপূর্ব ভাবনার অনবদ্য প্রকাশ।
ভালো থাকবেন প্রিয়কবি।
loading...
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনেও ভাল থাকবেন সবসময়।
loading...
কবিতাটি আবৃত্তি করার মতো হয়েছে কবি ফেনা ভাই।
loading...
অনেক অনেক ধন্যবাদ প্রিয়। এই রকম মন্তব্যগুলি আসলেই অনেক বেশি অনুপ্রানীত করে।
ভাল থাকুন সতত।
loading...
নিকোটিন যুক্ত ধোঁয়াকে পাঠানো হয় ভ্রাম্যমান আদালত করে,
অন্তর পরিদর্শনে।
সারাটা দিন ব্যাস্ত থাকি- ঐ আদালতের প্রয়োগকৃত শাস্তি ভোগ করতে।
loading...
আমার লেখাটি পড়ার জন্য বইনেরে অনেক ধন্যবাদ।
ভাল এবং সুন্দর থাকুন সবসময়।
loading...
ভালোবাসাময় ভালোবাসা ফেনা কবি ভাই।
loading...
অনেক ধন্যবাদ আপনাকে। আপনেও থাকুন ভালবাসাময়।
loading...
শুভেচ্ছা প্রিয় কবি দা।
loading...
ধন্যবাদ রিয়া দিদি।
কেমন আছেন আপনি??
loading...
অনেক আগে থেকে আপনার লেখা আমার কাছে বেশ ভালো লাগে ভাই।
loading...
প্রিয় শাকিলা তুবা আপু আমি ত আপনার মন্তব্য পেয়ে আবেগে গদ গদ হয়ে গেলাম।
আমি এখন কি করাম…..
(ধন্যবাদ অনেক)
loading...
কবিতায় গভীর উপলব্ধির প্রকাশ ঘটেছে।
loading...
অনেক ধন্যবাদ প্রিয়।
ভাল থাকুন সতত।
loading...