কেমন আছো কবি?


কেমন আছো কবি?
তুমি কি এখনও লেখ কবিতা?
এখনও কি সমান ধার তোমার লেখনীতে?
কি সব ছাইপাঁশ লেখ বলতো-
কেউ কি পড়ে তোমার কবিতা?
কি লাভ এসব লিখে?
পারবে তুমি সমাজকে বদলাতে?

তোমার নাকি বিদ্রোহী মন
সমাজের বুকে ঘটে যাওয়া
অসামাজিক কাজের বিরুদ্ধে ঝলসে ওঠে তোমার কলম;
প্রতিবাদের ভাষায় রচনা ক’র কবিতা।

তোমার প্রতিবাদ প্রতিনিয়ত দলিতমথিত হচ্ছে,
প্রতিনিয়ত সমাজের বুকে ধর্ষিতা হচ্ছে
আমাদের মা-বোন;
রক্তে রাঙা আমাদের মাটি
স্বজন হারানো স্বজনের বিলাপে
বাতাস আজ ভারাক্রান্ত।

তবুও তুমি লিখে চলেছ কবিতা!
তোমার কবিতায় – মা কাঁদছে,
বোন কাঁদছে,পুত্রহারা পিতা কাঁদছে –
তাদের কান্নার ধ্বনি, চোখের জল
উঁচুর দিকে ধায় না,নিচুর দিকেই ধাবমান,
উঁচুর দিকে যে তেনাদের বাস!

আমি ভালো নেই,
তুমি কেমন আছো কবি?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৫ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৮ জন মন্তব্যকারী

  1. শাহাদাত হোসাইন : ২০-০৭-২০১৯ | ১৯:৩২ |

    কবিরা সত্য-মিথ্যা,বাস্তব-কল্পনা ইত্যাদি সবি ফুটিয়ে তোলে কবিতায়। কলমের কালির শক্তি পাহাড় সমানের চাইতেও বেশী। কবিদের কলমের কালি হৃদয়ে চির ধরায়। ধারালো ছুড়ির চাইতে বেশী ধারালো কবির কবিতার শব্দ। যা কলিজায় আঘাত হানতে সক্ষম। 

    GD Star Rating
    loading...
    • সৌমেন কুমার চৌধুরী : ২৩-০৭-২০১৯ | ১৭:৩৯ |

      সুন্দর মন্তব্য।একমত।

      চোখের সামনে যা দেখি তাই নিয়েই লিখতে চেষ্টা করি।

      অনেক ভালোবাসা প্রিয়কবি।

      GD Star Rating
      loading...
  2. মাহমুদুর রহমান : ২০-০৭-২০১৯ | ২২:৪৪ |

    মন ছুঁয়ে গেল 

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ২০-০৭-২০১৯ | ২৩:১৩ |

    কবিতা হোক সমাজ বদলের হাতিয়ার। অভিনন্দন কবি মি. সৌমেন কুমার চৌধুরী। Smile

    GD Star Rating
    loading...
    • সৌমেন কুমার চৌধুরী : ২৩-০৭-২০১৯ | ১৭:৩৫ |

      চমৎকার মন্তব্য করলেন স্যার।

       আমি চেষ্টায় থাকবো….

      অনেক ভালোবাসা।

      GD Star Rating
      loading...
  4. সুমন আহমেদ : ২১-০৭-২০১৯ | ৭:৫৪ |

    অসামাজিক কাজের বিরুদ্ধে ঝলসে উঠুক তোমার কলম;
    প্রতিবাদের ভাষায় রচনা ক’র কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • সৌমেন কুমার চৌধুরী : ২৩-০৭-২০১৯ | ১৭:৩১ |

      অনুপ্রাণিত হলাম।আপনার মন্তব্য আমার পাথেয়।

      অনেক ভালোবাসা প্রিয়কবি।

      GD Star Rating
      loading...
  5. রিয়া রিয়া : ২১-০৭-২০১৯ | ১০:৪৯ |

    ভাল থাকুন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • সৌমেন কুমার চৌধুরী : ২৩-০৭-২০১৯ | ১৭:২৮ |

      ভালো থাকার অভিনয় করে যাচ্ছি….ভালো থাকতে পারছি কই??

      অনেক শুভেচ্ছা।

      GD Star Rating
      loading...
  6. রুকশানা হক : ২১-০৭-২০১৯ | ১৩:৪৫ |

    কবিকে লিখতেই হবে ।অন্তত এটুকুতে এখনো পচন ধরেনি। কবির কলম সোচ্চার হোক আরো । শুভকামনা  

    GD Star Rating
    loading...
  7. সৌমিত্র চক্রবর্তী : ২১-০৭-২০১৯ | ২০:৩১ |

    সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  8. লক্ষ্মণ ভাণ্ডারী : ২৫-০৭-২০১৯ | ১৭:৫৫ |

    সুন্দর লিখেছেন কবি।
    বিমুগ্ধ হলাম। আমি অভিভূত।
    আজকের দিনে কবিদের খবর কেউ রাখে না।

    আপনি যে জানতে চেয়েছেন- কবি কেমন আছো।
    খুব ভালো লাগল। আসুন, কবি, হাতে হাতে রাখুন।

    আমাদের নবীন প্রত্যাশার রূপকার
    নবাগত কবির কবিতার আলোকে উদ্ভাসিত হোক
    আমাদের শব্দনীড়।

    সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

    GD Star Rating
    loading...