খুব শখ জাগে
একটি চিরকুট লিখবো
লন্ঠনের মিষ্টি লাল আলোয়।
চিরকুটের আলাপন হবে দীর্ঘ,
প্রতিটি শব্দ হবে রহস্যাবৃত –
প্রাপক খুঁজে নিবে শব্দার্থ।
খুব যত্ন করে লিখবো সেই চিরকুট,
পরম যত্নে কুড়িয়ে নেয়া কিছু কথা,
চিরকুট পাঠে হবে তোমার মন ব্যাথা।
কয়েদ হবে তুমি চিরকুটে,
থেমে যাবে কোলাহল, থেমে যাবে বৃষ্টি!
কারাবদ্ধ শহরে পাবে না আর মুক্তি।
সেই চিঠিতে কিছু গোপন ব্যাথা থাকবে,
রক্ত শিরা-উপশিরা ভেদে হৃদপিণ্ডের গভীরে,
আরো গহীন থেকে কিছু কথা থাকবে।
যে চিরকুটে অস্পৃশ্য অবিনশ্বর রুহ কথা বলবে,
সেই রুহের কিছু আর্তনাদধ্বনি থাকবে।
যন্ত্রণায় ঝিমিয়ে পরা একটি অাধমরা কায়া,
চিরকুটে মুখ থুবড়ে বলবে স্বীয় কথা।
মুখোশের আড়াল থেকে বের হবে তুমি,
বিষাদময় বর্ণিল রাতে,
শান্তিচুক্তিতে স্বাক্ষর করবোনা আমি,
তোমার কলিজায় দাগ ফেলতে।
___________________________________
ছবি: ইন্টারনেট থেকে। তারিখ: ১২ আষাঢ় ১৪২৬ বাংলা।
loading...
loading...
খুব সুন্দর কবিতা।
loading...
ধন্যবাদ প্রিয় লিয়ন, ভালবাসা জানিবেন হৃদয় থেকে।
loading...
অনুপম অনুভবের কাব্য।
একরাশ ভালোবাসা।
loading...
ধন্যবাদ ও শুভেচ্ছা জানিবেন কবি।
loading...
চিঠির কথা মনে করিয়ে দিলেন । নস্টালজিক সব ।
loading...
ধন্যবাদ প্রিয় নাজমুন,শুভেচ্ছা জানিবেন অফুরন্ত। মন্তব্য পড়ে মনে হচ্ছে কেউ আপনাকে একসময় চিঠি লিখতো!
loading...
গদ্য এবং পদ্য দু'ধরণের লিখাতেই আপনি দেখছি সমান সমৃদ্ধ। অভিনন্দন মি. শাহাদাত হোসাইন।
loading...
ধন্যবাদ প্রিয়, ভালবাসা জানিবেন, বরাবরের মতই আপনার সুন্দর মন্তব্য পড়ে মনটা খুশীর জোয়ালে ভাসলাম।
loading...
চিরকুটের আলাপন হবে দীর্ঘ, প্রতিটি শব্দ হবে রহস্যাবৃত –
প্রাপক খুঁজে নিবে শব্দার্থ।
একদম সত্য বলেছেন কবি লেখক শাহাদত হোসাইন ভাই।
loading...
ধন্যবাদ প্রিয় সুমন ভাই। ভালবাসা জানিবেন। মন্তব্য ও পাঠে কৃতজ্ঞ।
loading...