প্রস্তুতি

সারা দিনের ক্লান্তি ঝেড়ে ফেলতে
খোলা আকাশের নীচে ছাদের কার্নিশের
রেলিং-এ ভর দিয়ে সে এসে দাঁড়ালো;
এলোমেলো কিছু বাতাস তাকে সঙ্গ দিল।
ফুসফুসে কিছু টাটকা খাবার চালান দিয়ে
রসিদের জন্য কর্মরত চাঁদের দিকে
তাকিয়ে অপেক্ষা করতে থাকলো।

আজ সারাদিন তার এতটুকুও বিশ্রাম মেলেনি।
অসুস্থ স্ত্রীর পরিচর্যায়,ছোট্ট শিশুটির দেখাশোনায়,
কোথায় কোনদিক দিয়ে কেটে গেছে
কর্মব্যস্তময় দিনটি-
সে বুঝতেই পারেনি!
অবশেষে-
রুগ্ন স্ত্রীকে দিনের শেষ ওষুধটি খাইয়ে,
ছোট্ট শিশুটিকে ঘুম পাড়িয়ে
সে এসে দাঁড়ালো…..

মুখের সিগারেট থেকে একরাশ ধোঁয়া
বাতাসকে ধরতে দিয়ে সে শরীরকে রেলিং-এর
উপর ছেড়ে দিল;
উড়ে যাওয়া ধোঁয়ার সঙ্গে সারাদিনের ক্লান্তি
নিমেষে মিলিয়ে গেল।

প্রস্তুত হলো সে আগামী দিনের জন্য….

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ২টি) | ৫ জন মন্তব্যকারী

  1. শাহাদাত হোসাইন : ১৮-০৭-২০১৯ | ১০:৫৭ |

    কবি পুরুষ নাম মানেই একজন সংগ্রামী মানব। প্রতিটি ধাপে ধাপে সংগ্রাম করতে হয়। বুঝ হবার পর থেকেই আমাদের সংগ্রাম চালু হয়,পড়ালেখার পর ভালো চাকরীর সংগ্রাম,চাকরীর পর বিয়ে,বিয়ের পর সন্তানদের ভরনপোষন ,একটি সংগ্রামী সফর।

    GD Star Rating
    loading...
    • সৌমেন কুমার চৌধুরী : ১৮-০৭-২০১৯ | ১৮:৪৬ |

      প্রিয়কবি,

      জীবন সংগ্রাম নারী-পুরুষ সকলের ক্ষেত্রেই সমান।নারীর জীবন সংগ্রাম কি সহজ?

      অভিভাবকহীন নারীর জীবন সংগ্রাম কেমন তা ভেবে দেখতে অনুরোধ করি।

      ভালো থাকবেন,পাশে রাখবেন।

      GD Star Rating
      loading...
  2. লক্ষ্মণ ভাণ্ডারী : ১৮-০৭-২০১৯ | ১৭:৩২ |

    প্রস্তুত হলো সে আগামী দিনের জন্য…..

     

    দিন যায় রাত আসে, শুরু হয় নতুন দিনের সূচনা।
    এইভাবেই দিন যায়, রাত যায়। দিন, মাস ও বছর অতিক্রান্ত হয়।
    সুন্দর লিখেছেন প্রিয়কবি। মুগ্ধতা রেখে গেলাম। কাব্যিকতা অসাধারণ। বিষয়বস্তু সুন্দর।

    আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
    সাথে থাকবেন, পাশে রাখবেন।
    জয়গুরু!

    GD Star Rating
    loading...
    • সৌমেন কুমার চৌধুরী : ১৮-০৭-২০১৯ | ১৮:৪২ |

      আপনার মূল্যবান মন্তব্য আমার অনুপ্রেরণা।

      ভালো থাকবেন কবিবর।

      ।।জয়গুরু।।

      GD Star Rating
      loading...
  3. মুরুব্বী : ২০-০৭-২০১৯ | ২১:১৮ |

    আপনার লিখায় স্বকীয় সৌন্দর্য রয়েছে মি. সৌমেন কুমার চৌধুরী। পড়তে ভালো লাগে। Smile

    GD Star Rating
    loading...
  4. মাহমুদুর রহমান : ২০-০৭-২০১৯ | ২৩:০২ |

    সুবোধ, কবে হবে ভোর?

    GD Star Rating
    loading...
  5. সুমন আহমেদ : ২১-০৭-২০১৯ | ৮:৪৫ |

    সুন্দর কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...