কবিতা এবং বিনির্মাণ

আমার অধিকাংশ বন্ধু চিকিৎসক। কয়েকজন ইঞ্জিনিয়ার। অন্যান্য এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে তেমন কেউ নেই বললেই চলে। আমি যখন দ্বিতীয় বর্ষে পড়ি তখন পঞ্চম বর্ষের হিমাংসু দা, আমি এবং প্রথম বর্ষের একজন (পার্বত্য চট্টগ্রামের উপজাতি; আর কিছু মনে নেই) এই তিনজন লিখতাম। আর কেউ লেখে কিনা এখন পর্যন্ত জানিনা। এটা বললাম এই জন্য যে, আমার বন্ধু বলয়ে সাহিত্য চর্চা হয়না বললেই চলে; এবং আমিও তাদের খুব একটা ব্যতিক্রম নই। তবুও মাঝে মধ্যে সাহিত্য সমালোচক হতে সাহসী হই। যাহোক, এক বন্ধু আমাকে সেদিন প্রশ্ন করেছিল, “এই যে কবিতা সমালোচনায় এতো “বিনির্মাণ” কথাটা বলিস এতে তোরা কী বুঝাস?

কবিতায় বহুল ব্যবহৃত শব্দ “বিনির্মাণ” নিয়েই আজ কিছু কথা বলব। আমার মত করে। কারো দ্বিমত থাকতেই পারে।

কবিতা বলতেই আমি বিনির্মাণ বুঝি। যদি কেউ এক শব্দে কবিতার সংজ্ঞা জানতে চায় তখনও আমি বলব, কবিতা স্পষ্টতই “বিনির্মাণ”।

বিনির্মাণ কী সেটা আগে বলে নেই।

বিনির্মাণ শব্দটাকে ভাঙ্গলে বি নির্মাণ হয়। “বি” তে বিশেষ। অর্থাৎ “বিশেষভাবে নির্মাণ”। কেউ কেউ কবিতার বুননের সাথে এটাকে গুলিয়ে ফেলেন। উদাহরণ দিয়ে বলি।

জ্যোৎস্নাটা কই?
জ্যোৎস্না গেছে মেঘের বাড়ি আকাশ দূরে
মেঘছেড়া জল ফসকে গিয়ে সূর্য পুড়ে। (মিড ডে ডেজার্ট/শব্দনীড়)

সূর্য হল কল্পনাতীত শক্তিশালী আগুনের পিণ্ড। যে চোখের জল এই সূর্যকে পোড়ানোর শক্তি রাখে সেটা কতোটা বিরহে (জ্যোৎস্নার জন্য) কাতর তা এই বিনির্মাণের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

আরো একটু খুলে বলি।

উপরের কবিতাটিতে “মেঘছেড়া জল ফসকে গিয়ে” কথাটা না বলে সরাসরি “বৃষ্টিপাত” বলা যেতো। কিন্তু তার বদলে চারটি ভিন্ন শব্দ (মেঘছেড়া + জল +ফসকে +গিয়ে) ব্যবহার করে “বৃষ্টিপাত” বিষয়টাকে অলংকৃত করা হয়েছে। এই বিনির্মাণ তখন সম্পন্ন হয়েছে যখন শব্দ চারটি (বা সম্মিলিতভাবে একটি) “সূর্য পুড়ে”র আগে বসে নিজেকে ভীষন (নান্দনিক) শক্তিশালী প্রমাণ করেছে !

আরেকটা ভিন্ন এবং ছোট উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করি। মোনালিসা একজন নারীর নাম; অর্থাৎ ওটা একটা নাউন। কিন্তু ঠোঁটের কোণে রহস্যময় হাসি যুক্ত করে দ্যা ভেঞ্চি এই নামটাকে বিনির্মাণ করেছেন। “মোনালিসা” উচ্চারণ করলেই ওটাকে আমরা যতোনা নাউন মানি তারচে অনেক বেশি এডজেক্টিভ মানি। মোনালিসা, বনলতা এসবই বিনির্মাণের উদাহরণ !

একটা গদ্য বা আখ্যানকে যদি ছোট ছোট লাইনে ভেঙ্গে এবং শেষ লাইনে একটু টুইস্ট করে সেটা কবিতা বলে চালিয়ে দেই সেটা কবিতা হবে? উত্তরটা আমি এভাবে দেই। এরকম লেখা (কবিতা?) ফেবুতে অহরহ দেখি এবং মনে মনে প্রশ্ন করি, “বিনির্মাণ হয়েছে কী?”

এই বিনির্মাণের সাথে ভাব-ব্যঞ্জনার যেনো সই পাতা আছে। বিনির্মাণ হলেই তাতে ব্যঞ্জনা আসে। যেমন- মোনালিসার হাসিটা অসাধারণ ব্যঞ্জনাময়। একটা শৈল্পিক বিনির্মাণে উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্প এবং ছন্দের সম্মিলন আপনা আপনি ঘটে। তাই কবিতা মানেই আমি বিনির্মাণ বুঝি। আরেকটা অকাট্য যুক্তি দেই। কবিতা; ইংরেজিতে Poetry গ্রিক শব্দ poiesis থেকে এসেছে যার অর্থ “নির্মাণ”।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২০ টি মন্তব্য (লেখকের ৮টি) | ১০ জন মন্তব্যকারী

  1. সুমন আহমেদ : ১৫-০৭-২০১৯ | ১৯:৫৯ |

    ভাগ্যিস আপনি আপনার সহৃদ্যতায় বিনির্মাণ বলেছেন। আমি হলে বলতাম অন্যটা। হয়তো শুনতে মন্দ শোনাতো। বাঁচিয়ে দিলেন। আপনার আলোচনাটি আমার পছন্দ হয়েছে। Smile

    মনে হচ্ছে এবারের বিশ্রামটি আপনার দীর্ঘ হয়েছে। আমরা মিস করেছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

    GD Star Rating
    loading...
    • মিড ডে ডেজারট : ১৫-০৭-২০১৯ | ২২:২৯ |

      আলোচনাটি পছন্দ হওয়ায় খুশি হয়েছি।

      Smile Smile Smile  মিস করেছেন শুনে নিজেকে ভাগ্যবান লাগছে! অনেক শুভেচ্ছা সুমন আহমেদ ! 

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ১৫-০৭-২০১৯ | ২০:১১ |

    আপনার মতামতকে আমি গুরুত্ব দিতে চাই মি. মিড ডে ডেজারট। আপনি বলেছেন … 'কবিতা বলতেই আমি বিনির্মাণ বুঝি। যদি কেউ এক শব্দে কবিতার সংজ্ঞা জানতে চায় তখনও আমি বলব, কবিতা স্পষ্টতই “বিনির্মাণ”।"

    দিনে যদি আমি ১৫ টি করে কবিতা পড়ি, অধিকাংশকে এতো দিন আমি আমার গড়া সংজ্ঞায় বিশেষায়িত করতে পারিনি। বারবার নিজ অবস্থান পাল্টেছি। মেনে নিয়েছি। বাট মনে নিতে পারিনি। আজ আপনার থেকে বিনির্মাণ শব্দটিকে নির্দ্বিধায় গ্রহণ করলাম। এখন আমার জন্য সুবিধে হবে কবিতার অর্থ। ধন্যবাদ স্যার।

    GD Star Rating
    loading...
    • মিড ডে ডেজারট : ১৫-০৭-২০১৯ | ২২:৩২ |

      আপনার মন্তব্যটা একাধিকবার পড়লাম। দারুণ বলেছেন। এক ধরণের স্বীকৃতি খুঁজে পেয়ে আনন্দ পেলাম !

      অশেষ ধন্যবাদ মিঃ মুরুব্বী !  

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ১৫-০৭-২০১৯ | ২০:৪৮ |

    প্রথমেই আপনাকে স্বগতম জানিয়ে নিই মিড দা। Smile

    কথা গুলোন পছন্দ হলো। একমতও পোষণ করলাম। আশা করবো ভাল ছিলেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • মিড ডে ডেজারট : ১৫-০৭-২০১৯ | ২২:৩৫ |

      কৃতজ্ঞতা জানালাম দিদি !

      কথাগুলি পছন্দ করায় খুব খুশি হয়েছি।

      আপনিও নিশ্চয়ই ভালো ছিলেন/আছেন! অশেষ ধন্যবাদ !

      GD Star Rating
      loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ১৫-০৭-২০১৯ | ২১:১৬ |

    একটা শৈল্পিক বিনির্মাণে উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্প এবং ছন্দের সম্মিলন আপনা আপনি ঘটে। তাই কবিতা মানে আমিও বিনির্মাণ বুঝি।

    যুতসই বিশ্লেষণ মাথায় না থাকায় মনে মনে অনুভব স্বত্বেও প্রকাশ করতে পারিনি। আপনি সহজ করে দিলেন ডেজারট ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • মিড ডে ডেজারট : ১৫-০৭-২০১৯ | ২২:৩৮ |

      দারুণ বলেছেন কবি। খুব খুশি হলাম।

      আপনাদের সবার কবিতা মিস করেছি। 

      অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালাম !

      GD Star Rating
      loading...
  5. সাজিয়া আফরিন : ১৫-০৭-২০১৯ | ২১:৩৬ |

    আলোচনাটি বিশেষ নির্বাচন করার মতোই হয়েছে। ধন্যবাদ শব্দনীড় ধন্যবাদ আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • মিড ডে ডেজারট : ১৫-০৭-২০১৯ | ২২:৪০ |

      মন্তব্যটা কমপ্লিমেন্ট হিসেবে নিলাম এবং ভীষণ আনন্দিত হলাম।

      অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালাম !

      GD Star Rating
      loading...
    • সাজিয়া আফরিন : ১৬-০৭-২০১৯ | ২১:৩৫ |

      মাই প্লেযার। Smile

      GD Star Rating
      loading...
  6. আবু সাঈদ আহমেদ : ১৫-০৭-২০১৯ | ২২:০২ |

    সম্মান জানিয়ে গেলাম ভাই।

    GD Star Rating
    loading...
    • মিড ডে ডেজারট : ১৫-০৭-২০১৯ | ২২:৪২ |

      কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানালাম !

      GD Star Rating
      loading...
  7. শাকিলা তুবা : ১৫-০৭-২০১৯ | ২২:০৩ |

    আমার কোন দ্বিমত নেই। Smile

    GD Star Rating
    loading...
    • মিড ডে ডেজারট : ১৫-০৭-২০১৯ | ২২:৪৩ |

      দ্বিমত না থাকায় আনন্দিত হয়েছি।

      আপনাকে অশেষ ধন্যবাদ ।

      GD Star Rating
      loading...
  8. মিড ডে ডেজারট : ১৫-০৭-২০১৯ | ২২:৪৬ |

    ধন্যবাদ সঞ্চালক ! ধন্যবাদ শব্দনীড় লেখাটাকে বিশেষ নির্বাচনে জায়গা দেয়ার জন্য!

    GD Star Rating
    loading...
    • মুরুব্বী : ১৫-০৭-২০১৯ | ২৩:০৯ |

      শব্দনীড় সঞ্চালক আমার মাধ্যমে আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

      GD Star Rating
      loading...
  9. শাহাদাত হোসাইন : ১৬-০৭-২০১৯ | ২:০২ |

    ধন্যবাদ ভাই। শিক্ষণীয় এবং ভালো পোস্ট বিশ্বাসে নিলাম।

    GD Star Rating
    loading...
  10. যুনাইদ : ১৬-০৭-২০১৯ | ১০:২০ |

    সাড়ে সর্বনাশ! এমনিতেই কবিতা আমার এন্টিনার উপর দিয়ে যায়, তার উপর নির্মান না বিনির্মান নিয়ে যা শুনালেন সেটাও উপর দিয়ে চলে গেল! 

    কবিরা কি এত কিছু চিন্তা করে লেখে? আমার সন্দেহ আছে! ঘোরতর সন্দেহ!

    কয়েকদিন পরে এসে আবার এই লেখাটা আবার পড়তে হবে!

    শুভ কামনা রইল!

    GD Star Rating
    loading...
  11. আনু আনোয়ার : ১৬-০৭-২০১৯ | ২০:১৩ |

    আপনার আলোচনা আমার বিশেষ পছন্দ হয়েছে। আমার মতে শিল্প মানেই  বিনির্মাণ, তা সে শিল্পের যে মাধ্যমই হোক না কেন।

    শব্দনীড়ে কবিতা চর্চার যে ছড়াছড়ি, এখানকার অনেক পদ্য লেখকদেরই আপনার আলোচনা থেকে পাঠ নেয়ার বিস্তর সুযোগ আছে বলে আমি মানি। অজস্র শুভেচ্ছা রইল।

    GD Star Rating
    loading...