কবিতাঃ কবি

দিন শেষে মেয়েরা তার প্রেমিকের কাছেই ফিরে যায়
ব্যর্থ পুরুষরা কবি হয়ে আকাশের বুকে কবিতা লেখে,
হয়তো রাতে বালতি দিয়ে জোছনা ধরে, কিংবা
বিছানার চাদর দিয়ে অব্যক্ত স্বপ্ন গুলিকে বাধে।

হারিয়ে ফেলা প্রেমিকার সিঁথির মাঝে
খুঁজে ফেরে চতুর্দশপদী কবিতা,
ছন্দের জাদুকর হয়ে উঠে
হঠাৎ, ব্যাকরনহীন পুরুষ।

নিকষ কালো নিঃসঙ্গতা যেন
আশ্রয় পায় বিমূর্ত পদ্যে,
কিংবা কিংবদন্তি রঙতুলি তে
এঁকে ফেলে এক জলজান্ত পোট্রেট।

কাঁধে ঝোলান চটের ব্যাগে উঁকি দেয়
হাতে লেখা কিছু অসম্পুর্ন কবিতা,
অধোয়া পাঞ্জাবীতে লাগে না
কখনও লাল লিপষ্টিকের দাগ।

অটোগ্রাফের সময় বই মেলায় আলতো হাতের ছোঁয়া
কবির বুকে ঝড় তুলে অনবদ্য শিহরণ,
কাঁচের চুড়ির রিন ঝিন হয়ে উঠে
বিটোভেনের সপ্তম সিমফোনী।

কিন্তু, মেলা শেষে মেয়েরা প্রেমিকের কাছেই ফিরে যায়
দিবা স্বপ্নে বিভোর কবি ছন্দপতন হয় গদ্যে,
ছেড়া মশারি বেধে রাখতে পারে না সুপ্ত কামনা
নির্ঘুম রাত কাটে নিষ্পাপ প্রেমের অসহ্য ভালোবাসায়।

পূর্ব কথাঃ সামু ব্লগে একবার বেশ কয়েকজন ব্লগার আমাকে কবি বলে সম্মোধন করলে বেশ লজ্জায় পড়ে যাই আমি। কি ছাইপাশ লিখি আমি! ক্ষিপ্ত হয়ে শেষমেষ কবিদের উপরই….

সবাইকে ধন্যবাদ ও শুভকামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ যুনাইদ, জুলাই ২০১৯

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৭ টি মন্তব্য (লেখকের ৮টি) | ৮ জন মন্তব্যকারী

  1. সুমন আহমেদ : ১৫-০৭-২০১৯ | ১৯:৫২ |

    তারপরও আপনার কবিতার এই প্রকাশকে স্বীকার করে নিলে আপনাকে কবিই বলতে হয় যুনাইদ ভাই। Smile শুভেচ্ছা জানবেন। 

    GD Star Rating
    loading...
    • যুনাইদ : ১৬-০৭-২০১৯ | ০:৩৪ |

      প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে অভিনন্দন।

      আমি নিজেকে কখনই কবি মনে করি না। আপনাদের কাছে এসে বিচার দিলাম আর শেষমেষ আপনারাও….

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ১৫-০৭-২০১৯ | ২০:২২ |

    কথা কাহিনীটি পড়লাম মি. যুনাইদ। ভালোই হয়েছে মনে হলো। অভিনন্দন কবি। 

    GD Star Rating
    loading...
    • যুনাইদ : ১৬-০৭-২০১৯ | ০:৪৬ |

      হায়রে কপাল? 

      শেষমেষ মুরুব্বী ভাই আপনিও কবি বললেন? 

      কার কাছে বিচার দেব এখন?

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ১৫-০৭-২০১৯ | ২০:৪২ |

    অটোগ্রাফের সময় বই মেলায় আলতো হাতের ছোঁয়া
    কবির বুকে ঝড় তুলে অনবদ্য শিহরণ,
    কাঁচের চুড়ির রিন ঝিন হয়ে উঠে
    বিটোভেনের সপ্তম সিমফোনী।

    এই স্বীকারোক্তি দারুণ হয়েছে কবি। Smile

    GD Star Rating
    loading...
    • যুনাইদ : ১৬-০৭-২০১৯ | ০:৪০ |

      একবার বই মেলায় যেয়ে দেখি এক কবি শুধুই মেয়েদের অটোগ্রাফ দিচ্ছে ইচ্ছে করেই। সুযোগ বুঝে ঝেড়ে দিয়েছি।

      শুভ কামনা রইল

      GD Star Rating
      loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ১৫-০৭-২০১৯ | ২১:২৫ |

    কবি জীবন ঝাঁটা জীবন কবি যুনাইদ ভাই। devil

    GD Star Rating
    loading...
    • যুনাইদ : ১৬-০৭-২০১৯ | ০:৩৬ |

      একদম ঠিক বলেছেন কবিদের নিয়ে! আরে ভাই এই জন্যই তো আমি গল্প লিখতে ভালবাসি।

      GD Star Rating
      loading...
  5. সাজিয়া আফরিন : ১৫-০৭-২০১৯ | ২১:৩৮ |

    আমি দুঃখিত ভাই। কবি বলে সম্বোধন করতেই হচ্ছে। Smile

    GD Star Rating
    loading...
    • যুনাইদ : ১৬-০৭-২০১৯ | ০:৪৪ |

      হায়রে কপাল! আপনাদের কাছেও বাচঁলাম না! 

      কই যাবো এখন?

      শুভ রাত্রী।

      GD Star Rating
      loading...
  6. আবু সাঈদ আহমেদ : ১৫-০৭-২০১৯ | ২২:০৪ |

    কবি জীবনে মোটা ফ্রেমের চশমা বাদ পড়ে গেছে। Smile

    GD Star Rating
    loading...
    • যুনাইদ : ১৬-০৭-২০১৯ | ০:৪৩ |

      ছবি আকতে পারি না। পারলে ছবিতে মোটা ফ্রেমের চশমা বসিয়ে দিতাম!

      GD Star Rating
      loading...
  7. শাকিলা তুবা : ১৫-০৭-২০১৯ | ২২:২৪ |

    হারিয়ে ফেলা প্রেমিকার সিঁথির মাঝে খুঁজে ফেরে চতুর্দশপদী কবিতা। Smile

    GD Star Rating
    loading...
    • যুনাইদ : ১৬-০৭-২০১৯ | ০:৩৭ |

      কবিতা আমার মাথার এন্টিনার উপর দিয়ে যায় আপু!!

      পড়ার জন্য ধন্যবাদ রইল।

      GD Star Rating
      loading...
  8. শাহাদাত হোসাইন : ১৬-০৭-২০১৯ | ২:০৫ |

    সামু ব্লগে কি নামে আছেন? 

    GD Star Rating
    loading...
    • যুনাইদ : ১৬-০৭-২০১৯ | ১০:১১ |

      নীল আকাশ।

      GD Star Rating
      loading...