সকাল

শুভ সকাল”
না এটা বলা সবার অভ্যাস
কেউ কিন্তু দেখছে সকালটা চা কফি খেতে খেতে চল্লিশ পেরিয়ে যাচ্ছে
হাতে বাজারের ব্যাগ আর কয়েকটা গার্ল ফ্রেন্ড দের কমপ্লিম্যান্ট মাজেসাঝে একটু শিহরিত ছোঁয়া আর তা ভেবেভেবেই
রাতের হস্ত মৈথুন

না একেবারেই না
এডুকেটেড শিক্ষিত দের আবার যৌনতা পায় নাকি
হ্যাঁ কি না
বোঝা গেল না
যৌন ইচ্ছা পাক না পাক
যৌনঈর্ষা অবশ্যই পায়

যৌনঈর্ষা গুলো বালতিতে গুলিয়ে
নিজেকে কাচে প্রত্যেকদিন
শুকিয়ে শুকিয়ে মনটাকে
লুকিয়ে ফেলে

আই লাভ ইউ” টার আবেগ তাঁদের সিগারেটের রহস্য মাত্র
ধোঁয়ার ওপারে থাকা রিয়েলিটি হারিয়ে
ফেলে
যৌন উত্তেজনার ট্রেন ধরতে

সকাল
গায়ে জামা নেই
পেটের দায়ে মাঠে
অনেকসময় বৌ র লাঞ্ছনায়
খাওয়া দাওয়া নেই

কাছে জড়াতে গেলেই কাটারি খুন্তি
হাড় জিরজিরে নারী শরীরের যন্ত্রণা

উপভোগের থেকে কষ্টের একরাশ ধিক্কার

ঐ সকাল টায় প্রেম বলে কিছু নেই
বাচেলর সকাল

মেয়েটাকে নিয়ে ভাবছি
আকাশ দিতে পারব
ফুল দিতে পারব
শরীর দিতে পারব
কিন্তু অর্থ দিয়ে নেড়িকুকুরের মতে পেছন পেছন লজেন্স চাই লজেন্স চাই”—
বলে ঘুরতে পারব না—

গুড মর্নিং বলার আগে গিফট
রাতের কণাগুলো আ্যমোনিয়াতে পরিণত হচ্ছে
থাক
তাঁর থেকে বাবাইদের ভাড়াবাড়িতে থাকা বৌদি দেখে কাটাবো
বৌদি রাস্তাঘাটে হাত ধরে ফেলে
খাতাগুলো জিন্সগুলো ভিজে যায়
সকাল টা আর ভেজে না
প্রেমগুলো তে এতো স্বার্থ
কেউ টাকা ছাড়া ছাদ থেকে নামবে না
—!!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ০টি) | ৬ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ১২-০৭-২০১৯ | ২২:২১ |

    কলম থাকলে অনেক কিছুই লেখা সম্ভব আবার অনেককিছু নয়। স্থুলতাকে অবশ্যই নয়।  

    GD Star Rating
    loading...
  2. আবু সাঈদ আহমেদ : ১২-০৭-২০১৯ | ২২:৩৩ |

    ডিজলাইকেবল প্রেজেন্টেশন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_negative.gif

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ১২-০৭-২০১৯ | ২৩:০৭ |

    আপনি ভালো লিখেন মানি। তারপরও বলি; কিছু শব্দ সরাসরি একটি ভালো লিখাকে ম্লান করে দিতে পারে। আমি উদারহীন নই; আর নই বলেই অনেকের লিখা পড়ার চেষ্টা করি। Frown

    GD Star Rating
    loading...
  4. সুমন আহমেদ : ১২-০৭-২০১৯ | ২৩:১৩ |

    ধন্যবাদ। 

    GD Star Rating
    loading...
  5. সৌমিত্র চক্রবর্তী : ১২-০৭-২০১৯ | ২৩:২৮ |

    চলুক জীবনের কথোপকথন। 

    GD Star Rating
    loading...
  6. সাজিয়া আফরিন : ১২-০৭-২০১৯ | ২৩:৩৩ |

    শুভেচ্ছা।

    GD Star Rating
    loading...