বৃষ্টি নামছে নামুক;
কার কী তাতে!
এলেবেলে সময় কথন মনে পড়ছে,
বৃষ্টি বুঝি এমন করেই কাঁদতে জানে?
বৃষ্টি বুঝি এমন করেই ভাসতে জানে?
জানুক।
কার কী আসে !
এলেবেলে সময় কথন বুকের ভেতর
থেমে থেমে বাজছে বুঝি, বাজুক।
স্বর্ণলতা স্মৃতির বোঝা ঘাপটি মেরে
জড়িয়ে থাকে ব্যস্ত পথে , থাকুক।
যার না ফেরার,
স্বচ্ছ্ব আকাশ হাতছানিতে যতোই বলে –
থামো পথিক, অন্ধকারে চলতে মানা।
পথিক হাসে; আমিতো এই আমার মতোই
নিজের মনে চলতে জানি,
যে ডাকার সে পেছন থেকে ডাকবে জানি,
ডাকুক!
বৃষ্টি; তোর যেমন খুশি হাসতে পারিস,
কাঁদতে পারিস, ঝরতে পারিস।
লোকে যদি মন্দ বলে, কটু কথায় বিদ্ধ করে,
করুক!
লোকের মুখে যা আসে তাই বলুক !!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পথিক হাসে; আমিতো এই আমার মতোই
নিজের মনে চলতে জানি,
যে ডাকার সে পেছন থেকে ডাকবে জানি,
ডাকুক!
সেই ভালো সেই ভালো প্রিয় কবি।
loading...
কবিতার বক্তব্য খুবই স্পষ্ট হয়েছে কবি রোদেলা নীলা।
loading...
সত্যই বৃষ্টি ঝরুক এত তাপ আর ভাল লাগতেছে না
অনেক শুভেচ্ছা নিবেন কবি আপু
loading...
সুন্দর বৃষ্টি ভেজা কবিতা।
কাব্যিকতা মাখা মিষ্টিমধুর কবিতা।
কবিতা পাঠে হৃদয় ও মন সিক্ত হয়ে যায়।
প্রিয়কবিকে আন্তরিক অভিনন্দন জানাই।
সাথে থাকবেন। প্রত্যাশা রাখি।
জয়গুরু!
loading...
দারুণ কবি বোন রোদেলা নীলা।
loading...
অভিনন্দন প্রিয় কবি দি।
loading...
loading...
সুন্দর কবিতা।
loading...
"…'স্বর্ণলতা স্মৃতির বোঝা ঘাপটি মেরে,
জড়িয়ে থাকে ব্যস্ত পথে, থাকুক
…..
লোকের মুখে যা আসে তাই বলুক !!"
প্রিয় কবি রোদেলা নীলা,
লোকটা যা খুশি বলবেইতো । আমিও বলছি… কেউ থামুক না থামুক স্বর্ণলতা স্মৃতির বোঝাগুলো ঝাপটি মেরে থাকেই জীবন জুড়ে । কোনো না থামা সন্ধ্যায় তা মনেই করেইতো বৃষ্টি ঝাপ্টা স্মৃতির নুপুর নিক্কন বাজায় । কবিতায় অনেক ভালো লাগা ।
loading...