বাক্ বাকুম পায়রা
বাকুম বাকুম পায়রা
সুস করলে যায় না
তার যে কত বায়না
দেখে না সে আয়না।
তাড়ালেও যায় না
অদ্ভুত সে হয় না
আহা আদুরে পায়রা
ভেঙ্গে চুড়ে গড়া
বুকের ঠিক মাঝখানে খরা
নীল গগনের একটি মরা
প্রাণ ফিরে পায়না
আহা সে কি মায়া !!
আমার আদলে পড়েছে সে ছায়া
আহা পোড়া মনের উঠছে ধোঁয়া
যায়না তাকে ছোঁয়া
আবছা আঁধারের সে মায়া
ধূসর তার ছায়া
বাক্ বাকুম পায়রা
উড়ে গেছে বনে
আর করে না বায়না।
দগ্ধ বুকে রক্ত ঝরে
আপন করে, অন্ধ করে
দূরদূরান্তে কষ্টের একটা পাহাড় গড়ে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তাড়ালেও যায় না, অদ্ভুত সে হয় না …
আহা আদুরে পায়রা, ভেঙ্গে চুড়ে গড়া। সুন্দর একটি পদ্য কবি সাজিয়া আফরিন।
loading...
ধন্যবাদ আজাদ ভাইয়া।
loading...
পদ্যের সারল্য হৃদয় ছোঁয়া। অভিনন্দন কবি সাজিয়া আফরিন।
loading...
ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই।
loading...
খুব সুন্দর হয়েছে পদ্যটি। পায়রা ছবি দেখে ভীষণ মায়া লাগলো কবি।
loading...
ধন্যবাদ কবি শাকিলা তুবা আপা।
loading...
পদ্য পড়লে আমি আমার শৈশবে যেন ফিরে যায় দিদি ভাই।
loading...
ধন্যবাদ কবি রিয়া দি।
loading...
আহা আদুরে পায়রা !! ভালোবাসা কবি বোন সাজিয়া আফরিন।
loading...
ধন্যবাদ কবি সৌমিত্র দা। খুশি হলাম।
loading...
দারুণ পদ্য।
loading...
শুভেচ্ছা নিন।
loading...
বেশ ছন্দময় কবি আপু
অনেক শুভেচ্ছা নিবেন———–
loading...
ধন্যবাদ কবি আলমগীর সরকার লিটন ভাই।
loading...
সুন্দর উপস্থাপনা। কাব্যশৈলী ও ছন্দে মন ভরে গেল।
কবিতার বিষয়বস্তু ও গঠনশৈলী অসাধারণ।
কবিতার গভীরে লুকিয়ে আছে পুঞ্জীভূত যত অভিমান।
দুঃখ, কষ্ট ও সহিষ্ণুতাকে কবিতা তুলে ধরা হয়েছে।
প্রিয়কবিকে অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা জানাই।
অজয়ের জয়গানে ভরে উঠুক সবার হৃদয়।
সাথেই থাকবেন এটা প্রত্যাশা করি।
জয়গুরু!
loading...
কবিতায় তুলে ধরা হয়েছে। মুদ্রণজনিত প্রমাদের জন্য মার্জনা চাইছি।
সাথেই থাকবেন। ধন্যবাদ ও জয়গুরু।
loading...
শুভ কামনা কবি দা। ধন্যবাদ।
loading...
পায়রার সারি কোথা গেলো
থেকো না আর দূরে;
কাছে থাকলেই লাগে ভালো
যাও না একবার ঘুরে!
বুকের খাচা খালি পরে
শূন্য ছোট্ট ঘর;
মায়ার বাঁধন যায় না ছেড়া
হয়ো না কভু পর….।
কবিতায় শুভেচ্ছা জানবেন কবি।
loading...
ধন্যবাদ কবি শরীফ ভাই। সালাম।
loading...
একসময় আমার অনেক রকম অনেকগুলো কবুতর ছিল। এবং আরো বহুরকম পশুপাখি জীবনে পুষেছি। দেখেছি এরা অনেক কিছু বুঝে, রাগ করে, অভিমান করে, অভিনয় আহ্লাদ করে। এবং অনেক বিশ্বাস করে, তাই তাড়ালেও যায়না।
loading...
loading...
পদ্যে, পদ্যে আজ আমার শহরে সকাল হলো, ভাল লেগেছে কবি
loading...
শুভেচ্ছা কবি পারভেজ ভাই।
loading...
এই শহরে আমার কোন পায়রা নেই। কোন সুখ পাখি নেই।
অথচ শত শত পায়রা আমার উঠানে পায়চারি করতো আর দল বেঁধে উড়ে যেতো দূরের আকাশে, আর আসতো ফিরে ফিরে। ছড়া কবিতা পড়ে কবুতরের সাথে সখ্যতার কথা মনে পড়ে গেলো নল্টালজিক অন্তরালে। শুভ কামনা কবি।
loading...
শুভ কামনা কবি শান্ত চৌধুী ভাই।
loading...