যেখানে তোকে লিখে যাচ্ছি পাতায় পাতায়

একদিন তোকে দেখতেই মন বলে উঠেছিলো – ভালোবাসি,
সেই থেকে শুরু,
তারপর আমি আর নীল ডায়েরি;

সবাই ভালোবাসার কথা বলতে পারে না
আমিও পারি নি কখনো,
শুধু আঙুল টেনে গেছে হিবিজিবি রেখা
কালো কালিতে, নীল ডায়েরিতে;

যখনই তোকে দেখি
কেমন যেন মন উদাস অনুভূতি
ঠিক বোঝাতে পারব না তোকে,
আমি শুধু চেয়ে থাকি
তোর দিকে
আড়চোখে;

ঐ যে একফোঁটা ঘাম জমে আছে তোর নাকের ওপর
ওটা ঘাম নয় রে, মুক্তোদানা
ঐ যে ঠোঁটের ওপর ছোট্ট একটা তিল
ঐ যে গালের ভাঁজে টোল
ক্ষণে ক্ষণে ভ্রুকুটি
ঠোঁটের মাঝে লেগে থাকা আদর
দীঘল কালো চুলের ঢেউ
শরীরের নানা অচেনা বাঁক
আমায় বড্ড হতবিহবল করে,
ইচ্ছে করে তোর খোলা চুলে হারিয়ে যেতে
ইচ্ছে করে ডুবে যেতে ঠোঁটে
ইচ্ছে করে তোকে জড়িয়ে ধরতে বুকে,
ইচ্ছেগুলোকে গলা টিপে ধরে আমি এক জড় জীবন কাটাই
নীল ডায়েরি হাতে
যেখানে তোকে লিখে যাচ্ছি পাতায় পাতায়
ভালোবাসায় ভরে;

ইদানীং প্রায়শই নীল আকাশের নীচে বসে থাকি নীল হয়ে
কোন এক শ্যাওলা দুপুরের অপেক্ষায়
কিংবা কালো মৃত্যুর,
কোন একদিন সবুজ দুপুর না আসলেও জীবনে
কালো দিন তো আসবেই,
ভালোবাসার কথা মুখ ফুটে বলা হবে কি?
কে জানে?

কোন একদিন সুযোগ হলে
কোন একদিন আমার কথা মনে হলে
নীল ডায়েরিতে ভালোবাসা পড়ে যাস এসে
সবুজ সবুজ কোন এক শ্যাওলা দুপুরে;

আমায় খুঁজছিস?
নীলের দিকে তাকা,
মৃত মানুষ ফিরে আসে না।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৫-০৭-২০২০ | ২২:১৯ |

    'একদিন তোকে দেখতেই মন বলে উঠেছিলো – ভালোবাসি,
    সেই থেকে শুরু, তারপর আমি আর নীল ডায়েরি;' ___ অসামান্য কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ২৬-০৭-২০২০ | ৯:৫৩ |

    আমায় খুঁজছিস?
    নীলের দিকে তাকা,
    মৃত মানুষ ফিরে আসে না।

    তবুও নীলাকাশ ছবি——-

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ২৬-০৭-২০২০ | ১২:৩০ |

    করোনা হলে সবাই  মরে না অতএব বাঁচার চেষ্টা করবো 

    GD Star Rating
    loading...