অন্ধকার স্পর্শ করে আছে শুভ্রতার আলোকবর্তিকা ;
তীব্র দাবদাহে অসহ্য আকাশ বুঝি কেঁদে ফেললো আচমকাই।
গোটা শহর জুড়ে তখন জৈষ্ঠ্য বাতাসের তুমুল আক্রমণ।
আকণ্ঠ অপেক্ষারত সময় অযথাই মুঠোফোনে চোখ রেখে রেখে ব্যস্ত ;
কেও আসতেও পারে নাও পারে নিশ্চয়তা ছিল না এতোটুকুন।
দ্বিধার সমুদ্রে ডুব সাঁতার দিতে দিতে যখন হারিয়ে ফেলেছি অতল জলাধারে,
ঝমঝম করে বৃষ্টি ভিজিয়ে দিয়ে গেল সমস্ত অবয়ব।
আকাশ হেসে ওঠে, মোড়ের ধারে ক্লান্ত মুদির দোকানীর মুখে হাসি খেলে যায়।
তিন চাকার হুড নামাতেই মুখোমুখি এক মুঠো শ্রাবণ।
দীর্ঘ বেলার খরাভূমিতে এক ফোটা জল বিছিয়ে দিল অবশেষে।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বিধার সমুদ্রে ডুব সাঁতার দিতে দিতে যখন হারিয়ে ফেলেছি অতল জলাধারে
ঝমঝম করে বৃষ্টি ভিজিয়ে দিয়ে গেল সমস্ত অবয়ব। ___ চমৎকার কবি রোদেলা নীলা।
loading...
ভালো লিখেছেন কবি বোন রোদেলা নীলা। ভালোবাসা।
loading...
খুব খুব রোম্যান্টিক কবিতা প্রিয় কবি দি।
loading...
সুন্দর লিখেছেন কবিতাটি।
loading...
ঝমঝম বৃষ্টি ভিজিয়ে দিয়ে গেল সমস্ত অবয়ব। প্রশান্তির ছায়া খুঁজে পেলাম কবিতায়।
loading...