ব্রততী বন্দোপাধ্যায়ের আবৃত্তি
গলার উপর চঞ্চল-স্বর
চড়াই উতরাই ভেদ করে
ছুটে চলেছে অর্জুনের লক্ষ্যভেদী
বাণ
ইউ টিউবের প্রতিটি ভিডিও তে
চার হাজার মানুষ হন আহত হয়ে পড়েন
তাঁর খবর পান
ব্রততী বন্দোপাধ্যায় !
শাড়ী পরিহিত সদা হাস্যময়ী খচিত সৌন্দর্যে বলিষ্ঠ গভীর আত্মবিশ্বস্ত গলা!
আবৃত্তি ঝড়ো হাওয়া
কখনো কালবৈশাখী
কখনো ঘূর্ণিঝড়
কখনো দখিনা হাওয়ার ছিঁটেফোঁটা শান্ত বৃষ্টি!
আবৃত্তির ঝঙ্কারে কেঁপে ওঠা এক স্বর্গীয় তানপুরা!
তারগুলো কোন হৃদয়ের ভাঙা জায়গা থেকে ঘা দিয়ে দিয়ে মজবুত করা হয়েছে
কণ্ঠ টা পুরোটাই আলাদীনের কোন প্রদীপ—-
শুনলেই ঝিরঝির করে কবিতা- প্রেম জেগে ওঠে শরীরে—-
রবিঠাকুর, কাদম্বরী র প্রেমে আবার পড়ে যায়—-
কোথায় যেন কবিতা য় নকশাল- ভালোবাসা ঘোরাফেরা করে—–
আমি আবৃত্তি ভালোবাসি, যেটা অন্তরের গাঢ় বেলের সরবত, লস্যি !
কাকের পা কেটে কোকিলের পা বানালে বড় কষ্ট হয় !
আমি নকল ভালোবাসি না
সাজানো কবিতা বেশ ভালোই লাগে
নীলের আকাশ আরো নীল করে দিও
কপালে একটা জমকালো টিপ দিও
সুন্দর শাড়ী পরিয়ে দিও
রূপবতী লাগবেই
এক সময় আবৃত্তি ভালো লাগে না
এক সুরে এক আকাশ বারবার খেতে কি ভালো লাগে?
এক বিরহে সবসময় চোখে জল আসে কি?
একা থাকলে
নারী হলে
বলুন
ব্রততী দির আবৃত্তি ভালো বাসি
মোহনা র শেষ জোয়ারে আধঘন্টা ভাসুন
তারপর শুনে
বলুন
রবি ঠাকুর
জয় গোস্বামী
হেলাল হাফিজ
হুমায়ুন আহমেদ
ভালোবাসি!
ব্রততী বন্দোপাধ্যায় কে নিয়ে প্রিয় আবৃত্তিকারিকা
আমার ব্যক্তিগত ভাবনা
ভুল /ত্রুটি মার্জনীয়
অরুণিমা।
loading...
loading...
youtu.be/u89tjEX4eyE
অসাধারণ তাঁর আবৃত্তি। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ কবি অরুণিমা মণ্ডল।
loading...
ব্রততী বন্দোপাধ্যায়ের আবৃত্তি আমার কাছে দারুণ লাগে।
loading...
আবৃত্তি শুনলাম। আমার কাছে ভালো লেগেছে।
loading...
দারুণ সুন্দর পোস্ট কবি দিদি ভাই।
loading...