ফুলের দোকানের সামনে এসে একজন ভদ্রলোক তার গাড়ি থামালেন।
উদ্দেশ্য তার মা’য়ের জন্য কিছু ফুল কিনবেন। যিনি এখান থেকে প্রায় দু’শ মাইল দূরে বাস করেন। গাড়ি থেকে বের হওয়ার সময়, তিনি লক্ষ্য করলেন, দোকানের পাশে, পায়ে হাঁটার পাকা রাস্তার কিনারে মনখারাপ করে একটি ছোট্ট বালিকা বসে আছে।
ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন, “কি গো, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেনো?”
বালিকা বললো, “আমার মা’য়ের জন্য একটি ফুল কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে শুধু ৭৫ সেন্ট আছে; এবং একটি ফুলের দাম দুই ডলার।”
লোকটি মুচকি হেসে বললেন, “এসো আমার সাথে দোকানে। আমি তোমাকে একটি ফুল কিনে দেব।”
তিনি ছোট্ট বালিকাটির জন্য একটি ফুল কিনলেন। এবং নিজের মা’য়ের জন্যও ফুল দেয়ার অর্ডার করলেন। যখন দেখলেন, বালিকাটি চলে যাচ্ছে, তিনি
বালিকাকে বললেন, “চলো, তোমাকে তোমাদের বাড়ি পৌঁছে দেই।”
“হ্যা, দয়া করে আমার মা’য়ের কাছে আমাকে পৌঁছে দিন।” বালিকা বললো।
সে তাকে রাস্তা দেখিয়ে একটি কবরস্থানের দিকে নিয়ে গেলো। নতুন একটি কবরের উপর সে ফুলটি রাখলো।
মানুষটি ফুলের দোকানে আবার ফিরে এলেন, একটি ফুলের তোড়া উঠালেন
এবং দু’শ মাইল দূরে ড্রাইভ করে তার মা’য়ের বাড়ি চলে এলেন।
শিক্ষাঃ জীবন খুব ছোট। যিনি তোমাকে ভালোবাসেন এবং যত্ন নেন, তার জন্য যতটুকু সময় দেয়া তোমার পক্ষে সম্ভব, তার সাথেই সময়টা কাটিয়ে দাও।
—————–
অনূদিত
loading...
loading...
গল্পের শিক্ষণীয় দিকটা নিঃসন্দেহে আমাদের সবার কাছেই গ্রহণযোগ্য হোক। ধন্যবাদ।
loading...
জ্বী স্যার! অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা তাঁদের প্রতি যাঁরা তিলে তিলে ভালোবাসায় আমাদের লালন করেছেন। প্রীতিময় শুভেচ্ছা জানবেন আজাদ কাশ্মীর ভাই। ভালো থাকুন অনন্ত দিন।
loading...
অশ্রুসিক্ত হলাম শরীফ ভাই। অনুদিত লেখা অনেক কিছু বলে; যা বড় লেখা বলতে পারে না।
loading...
অনুভবের আনন্দাশ্রু অপ্রতিরোধ্য। অকৃত্রিম ভালোবাসা অতি আপনজন ও সুজনদের জন্য। শুভেচ্ছা জানবেন সুমন আহমেদ ভাই। ভালোথাকুন প্রতিনিয়ত।
loading...
মনটা ভরে গেলো কবি দা।
loading...
অনন্ত শ্রদ্ধা ও ভালোবাসা তাঁদের প্রতি যাঁরা অকৃত্রিম
ভালোবাসায় আমাদের বড় করেছেন। শুভেচ্ছা জানবেন কবি রিয়া। ভালো থাকুন অহর্নিশ।
loading...
বাহ্। খুবই সুন্দর শেয়ারিং। বিশ্ব সাহিত্য ভাণ্ডারে এমন হাজারও লিখা রয়েছে।
পড়লে মন ভরে যায়। শুভেচ্ছা আর ভালোবাসা শরীফ ভাই।
loading...
অগাধ ভালোবাসা মা-বাবার প্রতি। ভালো থাকুন কবি সৌমিত্রদা।
শুভেচ্ছা জানবেন।
loading...
শুভেচ্ছা জানবেন কবি এইচ এম শরীফ ভাই।
loading...
ভালোবাসা হোক অনাবীল অমলিন স্বজন ও সুজনদের প্রতি। প্রীতিময় শুভেচ্ছা জানবেন সুপ্রিয় কবি তুবা। ভালো থাকুন অনন্তকাল।
loading...
অতিশীল বাহুল্যতা নয়; সম্পর্ককে মূল্যায়ণ করতে হবে।
loading...
আমাদের যাদের মা-বাবা আছেন তাঁদের প্রতি যথাযথ
ভালোবাসা চির অম্লান
থাকুক। ধন্যবাদ কবি আবু সাঈদ আহমেদ ভাই। ভালো থাকুন। শুভেচ্ছা জানবেন।
loading...