সেদিন হঠাৎ করেই একটা প্রজাপতির ভারে
আকাশ ভেঙ্গে পড়লো;
তাতে চাপা পড়ে একটা নিঃসঙ্গ সমুদ্রের মৃত্যু হয় !
কয়েক টুকরা আকাশ নিয়ে এক বৃদ্ধ আজ
মেলায় এসেছিল;
সাথে একটা মৃত গাঙচিল!
সমুদ্র বাঁচাতে গিয়েই নাকি গাঙচিলটার মৃত্যু হয়েছে !
বৃদ্ধ লোকটা বলছিল,“আমি বহুবার দেখেছিঃ
আকাশ ভেঙ্গে পড়লে সমুদ্র একাই কেবল মরেনা;
আরো কিছু সঙ্গে নিয়ে মরে !”
ওখান থেকে অল্প দূরে অন্য একটা স্টলঃ
তামাম দুনিয়ার নামি দামি শখানেক পাহাড়
সটান দাঁড়িয়ে ছিল।
ইন্ডিয়ার Ooty, Manali থেকে শুরু করে
অস্ট্রেলিয়ার Thredbo; এমনকি
আমেরিকার The great smoky mountain !
উচ্চতায় সবগুলি আকাশ ছুঁই ছুঁই বটে
কিন্তু গড়নের ভিন্নতায় পাহাড়গুলির অন্দর ভিন্ন ছিল!
এর ইমিডিয়েট পরের স্টলে গেলাম;
এক বিধবা অষ্টাদশি আঁচল ভরে
রংধনু নিয়ে উদাস বসে ছিল।
তার স্টলে নানান বয়সী মানুষের ভিড়
মুটে মুজুর থেকে রাজার লোকেরাও!
আবার বেশ কয়েক মিনিট হেঁটে
আরেকটা স্টলে গেলাম।
দীঘি থেকে শুরু করে নদি
এবং কয়েকটা সমুদ্র চোখে ভরে নিয়ে
এক বালক স্টল সাজিয়েছে ।
ওখান থেকে বড় দেখে একটা নদি কিনলাম;
কিন্তু ওটার উৎসমুখ যে পাহাড়টায়- সেটা মেলায় ছিলনা
তাই মিল রেখে সমুদ্রও কেনা হলোনা!
ফিরে আসছিলাম; শেষের দোকানি হাত উচিয়ে ডাকলোঃ
এই যে—–
একবার এখানে এসো !
কাছে গেলাম; সে একজন বৃদ্ধ নারী
ছায়াপথে বৃষ্টি ঢেলে দিয়ে
দুঃখ বানিয়েছে; হোমমেইড দুঃখ!
আমি চোখ মেলে ধরে বললাম, “এসবের কিছুই চাইনা
এই দেখুন, বড় একটা নদি কিনেছি;
এখন কেবল কয়েক দানা নুন চাই; সমুদ্র বানাবো!”
loading...
loading...
শেষ প্যারায় বাউণ্ডারী হয়ে গেলো মনে হচ্ছে ডেজারট ভাই। অসাধারন আপনার শব্দকল্প। ভালোবাসা ভালোবাসা।
loading...
মন্তব্যে মন ভরে গেল কবি! অশেষ ধন্যবাদ !
loading...
জানি না কেন আপনি খুব কম লিখেন। কম লিখেন জন্যই কিনা আপনার লিখা অসাধারণ উচ্চতার হয়। সুন্দর।
loading...
এই ব্লগে জাত কবিরা আছেন; সুযোগ পেলেই এসে উনাদের লেখা পড়ে মন ভরে কাব্যসুখ নিয়ে যাই। আর যখন না লিখলে অস্বস্তি লাগে (কিছুটা প্রসব বেদনার মত) তখনই আমি লিখি। এছাড়া লিখতে পারিনা।
সত্য হোক বা না হোক "অসাধারণ উচ্চতার" এই কমপ্লিমেন্টে মন ভরে গেলো। কৃতজ্ঞতা জানাচ্ছি সুমন আহমেদ !
loading...
আমি চোখ মেলে ধরে বললাম, “এসবের কিছুই চাইনা
এই দেখুন, বড় একটা নদি কিনেছি;
এখন কেবল কয়েক দানা নুন চাই; সমুদ্র বানাবো!”
অসাধারণ প্রিয় মিড দা। এভাবেই লিখে চলুন আরও নিরবধি।
loading...
মন্তব্যে মন ভরে গেল । নিরবধি লিখতে না পারলেও শুভেচ্ছা নিরবধি থাকবে দিদি।
loading...
অসম্ভব সব উপমার মেলা কাব্যিক প্রয়োগে লিখাটিকে সার্খক করে তুলেছে। গ্রেট স্যার।
loading...
কী মন ভরে দেয়া মন্তব্য ! ভীষণ আনন্দিত হলাম মিঃ মুরুব্বী !
অশেষ ধন্যবাদ !
loading...
আপনার কবিতার সৌন্দর্য হচ্ছে আপনার উপস্থাপনা। মুগ্ধ হলাম ভাই।
loading...
কমপ্লিমেন্টের ভীষন আনন্দিত হয়েছি কবি। অশেষ ধন্যবাদ জানাচ্ছি !
loading...
শেষাংশ বেশী সুন্দর।
loading...
সুনির্দিষ্ট মন্তব্যে মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ আপনাকে !
loading...
আমার কাছে ভীষণ ভালো লেগেছে কবি ভাই।
loading...
আপনার এই ভালো লাগা সত্যি আমাকে আনন্দিত করলো। অনেক শুভেচ্ছা নিন !
loading...