কবিতাঃ সুন্দরের অভিধান

সুন্দর বলতে আমি তোমার কাজল-দীঘি চোখ দুটি বুঝি!
স্নানশেষে তুমি যখন চুল ছেড়ে দাও
আকাশ বেয়ে একটা রাত্রিকে আমি নেমে আসতে
দেখি;
সুন্দর বলতে আমি সেই রাতটাকে বুঝি
হাওয়া উড়ু উড়ু চুল বুঝি
তোমার অঙ্গ জুড়ে বয়ে যাওয়া একটা আলুথালু নদি বুঝি
ঢেউ বুঝি
বাঁক বুঝি
ভাঙ্গন বুঝি;
নদিটার খাড়া পাড়ের মতো তোমার ঠোঁট দুটি বুঝি !

তোমার গায়ে চাঁদ গুড়গুড় জোছনাপাত
এবং
খোঁপায়
গুচ্ছ গুচ্ছ জোনাকি দেখে আমি চিৎকার করে উঠি,
“এই মহাবিশ্বে
প্রথম
এবং শেষ সুন্দর তুমি”!

সুন্দর বলতে তোমার হেঁটে যাওয়া বুঝি
দাঁড়িয়ে থাকা বুঝি
তোমার স্নান বুঝি
ঘুম বুঝি
নাকের ডগার ঘাম বুঝি
বৃষ্টির গায়ে গায়ে তোমার জলবৎ মিশে থাকা বুঝি !

তুমি কাঁদলে এক কোটি বছর
আর বৃষ্টি হয়না;
তুমি হাসলে ভর দুপুরে দপ করে তারা জ্বলে ওঠে
নিশীথ রাত নিমিষেই
ভোর হয়ে যায়;
সুন্দর বলতে আমি এসবই বুঝি!

তুমি যখন কথা বল তখন বাতাসে বাজনা বাজে;
সুন্দর বলতে আমি সেই বাজনাটা বুঝি!
তোমার দুধভাত-রুপ সুন্দর বুঝি
তোমার দজ্জাল-রুপ সুন্দর বুঝি
তোমার তেজপাতা-রুপ সুন্দর বুঝি
তোমার আলো ঝলমল চানতারা-রুপ সুন্দর বুঝি!

তোমার নাম লিখে সাদা কাগজ শূন্যে ভাসালে
কাগজটা গাঙচিল হয়ে মেঘবাড়ি যায়;
তোমাকে ভেবে বিষন্ন হলে রাতভর বৃষ্টি নামে
তাতে ভিজে ভিজে মেঘবাড়িটার জ্বর হয়!
সুন্দর বলতে তোমার একটা গাঙচিল আছে বুঝি;
সুন্দর বলতে তোমার জন্যে মেঘবাড়ির জ্বর হয় বুঝি!

সুন্দর বলতে তোমার চোখের কোণে
আমার প্রগাঢ় চুম্বন বুঝি !

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৫ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৭ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ২৩-০৫-২০১৯ | ১৩:৫৭ |

    সো রোম্যান্টিক মিড দা !! কোথায় থাকেন আজকাল দেখাই পাই না। তার জন্য শুভময় শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • মিড ডে ডেজারট : ২৩-০৫-২০১৯ | ১৫:১৪ |

      "নিজেকে হারায়ে খুঁজি।"

      "তার জন্য" আপনার "শুভময় শুভকামনা" পৌঁছিয়ে দেব; যদি স্বপ্নে তার দেখা পাই!

      অশেষ ধন্যবাদ দিদি !

       

      GD Star Rating
      loading...
      • রিয়া রিয়া : ২৩-০৫-২০১৯ | ২৩:২৮ |

        স্বাগতম দাদা। 

        GD Star Rating
        loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ২৩-০৫-২০১৯ | ১৪:০৪ |

    সুন্দর বলতে তোমার চোখের কোণে
    আমার প্রগাঢ় চুম্বন বুঝি !

    কয়েক মিনিটে আপনার কবিতা পড়ে নিয়েছি ডেজারট ভাই। সুন্দর লেগেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  3. সুমন আহমেদ : ২৩-০৫-২০১৯ | ১৪:০৫ |

    সহসাই নিরবতা ভাঙ্গলেন যেন। অসাধারণ। 

    GD Star Rating
    loading...
    • মিড ডে ডেজারট : ২৩-০৫-২০১৯ | ১৫:১৮ |

      হ্যাঁ ভাই, আজ মন ভালো করতে এলাম !

      মন্তব্যে  মুগ্ধ হয়েছি ! অশেষ ধন্যবাদ !

      GD Star Rating
      loading...
  4. মুরুব্বী : ২৩-০৫-২০১৯ | ১৪:১৫ |

    “এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর!
    পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর।”

    গীতিবাণীর সার্থকতা আপনার লিখায় খুঁজে পাওয়া যায় মি. মিড ডে ডেজারট। Smile

    GD Star Rating
    loading...
    • মিড ডে ডেজারট : ২৩-০৫-২০১৯ | ১৫:২২ |

      মন্তব্যে মন ভালো হয়ে গেলো মিঃ মুরুব্বী।

      অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি !

      GD Star Rating
      loading...
  5. আনু আনোয়ার : ২৩-০৫-২০১৯ | ১৪:৩০ |

    তুমি হাসলে ভর দুপুরে দপ করে তারা জ্বলে ওঠে– 

    খুব রোমান্টিক কবিতা। 

    অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় মিড ডে ডেজার্ট। 

    GD Star Rating
    loading...
    • মিড ডে ডেজারট : ২৩-০৫-২০১৯ | ১৫:২৪ |

      মন্তব্যে মুগ্ধ হয়েছি। অশেষ ধন্যবাদ প্রিয় আনু আনোয়ার !

      GD Star Rating
      loading...
  6. জাহিদ অনিক : ২৩-০৫-২০১৯ | ১৬:৫৯ |

    সুন্দর বলতে তোমার চোখের কোণে
    আমার প্রগাঢ় চুম্বন বুঝি !   

     

    দারুণ বীক্ষণ কোণ! ভালোবাসা রইলো কবি মিড ডে ডেজারট। 

    GD Star Rating
    loading...
  7. শাকিলা তুবা : ২৪-০৫-২০১৯ | ১৬:৪৪ |

    কবিতাটি পড়লাম। আমার কাছে ভালো লেগেছে। 

    GD Star Rating
    loading...
    • মিড ডে ডেজারট : ২৫-০৫-২০১৯ | ১৫:৫৮ |

      মন্তব্যে খুশি হয়েছি।

      অশেষ ধন্যবাদ !

      GD Star Rating
      loading...