দরজা খোলাই আছে, সুনামী হয়েই এসো …
মাঘের শেষ দমকা হাওয়া গায়ে জুড়ে তোমার আগমন ;
এই ধরনীতে –আমার পৃথিবীতে।
পাহাড় সমান উষ্ণতা নিয়ে ঘুরে বেড়াও যাদুর শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ;
ঘূর্ণিপাকের ঘূর্ণি তুমি –আজীবন অধরাই থেকে যাও।
ওম ছড়ানো ঠোঁটে খেলা করে অনাবিল হাসির মুগ্ধতা,
ডুব দিয়ে ঘুরে আসি প্রত্যন্ত জলাশয়।
সেখানে কোন কিনারা নেই, তল নেই, ঠাঁই নেই ;
ক্রমশ ডুবতেই থাকি যেন।
শফেদ কোমর ছোঁয়া হাতেরা আলিঙ্গনে খেলা করে চারপাশ ;
ফাল্গুনের উড়ন্ত রাত্রি আগুন হয়ে ঝরে পড়ে দু’জনার শরীরে।
সেখানে আমার কোন আনাগোনা নেই, বসতি নেই, ঘর নেই;
তবু আত্মার মাঝে আত্মা ঠিকি জায়গা করে নেয় অনায়াসে।
চৈত্রের খাঁ খাঁ রোদ্দুর অপেক্ষা করে আর এক পেয়ালা সবুজ চায়ের জন্যে,
জানি সম্ভব হবে না কোন দিন।
তবু অপেক্ষারা ক্লান্ত হতে হতে প্রতীক্ষায় নিজের খোলস আবৃত করে,
কালবোশেখির ঘন্টা বাজে দম দমা দম দম, বাজে মাদল, বাজে ঢাক ;
সেই সাথে ভীষন তীব্রতায় বাজতে থাকে বুকের কাঁপন।
তোমার উড়োজাহাজে গোধুলি সন্ধ্যা বেঁধে দেই–তুমি ফিরে যাও,
সাইক্লোনের তীব্র থাবায় লণ্ড ভণ্ড হই একা দাঁড়িয়ে থাকা আমি।
তুমি না হয় সুনামী হয়েই ফিরে এসো কোন এক শ্রাবণ সন্ধ্যায়,
অঝর ধারা বৃষ্টি মাথায় নিয়ে।
আমি সেই দিন না হয় ভিজবো,
দরজাটা খোলাই থাক, ওকে বন্ধ করো না কেউ ভুলেও।
loading...
loading...
বেশ ভাবনাময় প্রকাশ কবি আপু
loading...
দরজা খোলাই আছে, সুনামী হয়েই এসো … ভয়ংকর রোম্যান্টিক কবিতা।
loading...
ভালো লিখেছেন কবি রোদেলা নীলা। শুভ সকাল।
loading...
'তুমি না হয় সুনামী হয়েই ফিরে এসো কোন এক শ্রাবণ সন্ধ্যায়,
অঝর ধারা বৃষ্টি মাথায় নিয়ে।' শুভেচ্ছা কবিবোন রোদেলা নীলা। ভালোবাসা।
loading...
কী সুন্দর রোম্যান্টিক কবিতা দিদি ভাই।
loading...