ঈশানী...

শাহারা’র উত্তপ্ত বালুরাশি মাড়িয়ে
রাজস্থানের গ্রামগুলো পেরিয়ে
কাঞ্চনজঙ্ঘা ডিঙিয়ে,
অম্বরে খচিত হলো একটা ময়ূরপঙ্খী নাও।
সেখান হতে বর্ষার ধারায় ঝড়ে পড়ল
একদল পত্রবাহক।
পত্র এলো তাকে খুজে পাওয়া গেছে।
ঈশানে নিবাস তার শ্রেয়সী অতি,
দুহাত ভরা তার সাতটি অমরাবতী।
তার নেত্রের কোন ঘেষে বয়ে যাওয়া বাতাসে
উত্তর মেরুতে আজও কনকনে শীত।
তার চিন্ময়ী হাসি দেখেছিল একদল টুনটুনি,
তারা আনন্দে পথ হারিয়েছিল,
ধরা’তে আর নামতেই পারেনি।
তার কর্ণের ঝুমকোয় কি যেন ঘষা লেগেছিল,
সেটি ধ্রুবতারা হবে বলেই ধারণা পত্রবাহকের।
তার রিনিঝিনি হাসিতে আন্দোলিত হয়
আমাজনের গহীন পথ।
ধারণা করা হয় সে যদি আবার হাসে,
কাশ্মীরেও শান্তি ফিরবে।
ধারণা করা হয়
তার চুলের দিকে কেউ তাকালে
তার কষ্টিপাথর হবার ভীষণ সম্ভাবনা।
পত্রবাহকের ব্যাখ্যায়, পথ হারিয়ে
একটি লাল পিঁপড়া উঠেছিল তার পায়ে।
পিঁপড়েটা আর কামড়ায় না।
সে এখন শান্তির পতাকা ওড়ায় মায়ানমারে।
পত্রবাহকের ভাষ্যমতে
তার কাছে সাতটি অমরাবতী আজও আছে।
শুনে আমি পূর্ব আর উত্তরকে পত্র দিয়ে
রওনা দিলাম ঈশানে।
পথের মাঝে আমি পথিক হব,
পথের মাঝে আমি শেরপা হব,
আমি সাতার দেব,
আমি বেদুইন হব।
তবুও ওই সাতটি অমরাবতীর অধিকারিকে
আমার চাই।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-০৫-২০১৯ | ৯:৩৫ |

    ঈশানে নিবাস তার শ্রেয়সী অতি, দুহাত ভরা তার সাতটি অমরাবতী।

    ___ লিখাটিতে অনন্য স্বতন্ত্রতা খুঁজে পেলাম মি. বোরহান উল ইসলাম। শুভসকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. সুমন আহমেদ : ২৩-০৫-২০১৯ | ১২:১৮ |

    কবিতায় ডিসকভার। খুবই ভালো লিখেছেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ২৩-০৫-২০১৯ | ১২:৫৭ |

    ঈশানে নিবাস তার শ্রেয়সী অতি, দুহাত ভরা তার সাতটি অমরাবতী।
    সুন্দর উপমা কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ২৩-০৫-২০১৯ | ১৩:১২ |

    সাতটি অমরাবতীর অধিকারি আপনি হোন কবি ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...