আমার শহরে তোমার চলে যাবার ঘন্টা ধ্বনি
বেজে উঠুক খুব সন্তর্পণে।
অলিন্দ থেকে নিলয়,
কর্ণ কুহর থেকে হৃদপিণ্ড অব্দি ;
চলে যাবার শব্দ যেন না পৌঁছায়।
ইথারের তরঙ্গ ঘেসে ভেসে আসা অনাবিল কণ্ঠ
আমি নিজ হাতে গলা টিপে হত্যা করেছি ;
আঁজলা ভরা আকাঙ্ক্ষাকে
কড়া চোখের ইশারায় দমিয়ে রেখেছি,
বন্ধ করে দিয়েছি এলোমেলো করে দেওয়া
সব ক’টা দরজা-জানালা,
এ পথে হেঁটে আসবার কোন যৌক্তিকতা আর অবশিষ্ট নেই,
আমি এও জানি;
যুক্তিরও অনেক বাইরে ছিল ক্ষণ মুহূর্তের এই ভালোবাসা,
তাইতো পরাস্ত প্রেম বাস্তবতার কাছে নতি স্বীকার করলোই যখন,
এই শহরে তোমার আর থাকবার কোন প্রয়োজন নেই।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতায় শুভকামনা কবি রোদেলা নীলা। শুভদিন।
loading...
পরাস্ত প্রেম বাস্তবতার কাছে নতি স্বীকার করলোই যখন,
… এই শহরে তোমার আর থাকবার কোন প্রয়োজন নেই। চমৎকার রোম্যান্টিক।
loading...
সুন্দর লিখেছেন আপা।
loading...
কর্ণ কুহর থেকে হৃদপিণ্ড অব্দি রাখি শুধু ই ভালোবাসা। শুভেচ্ছা কবিবোন।
loading...
আঁজলা ভরা আকাঙ্ক্ষাকে কড়া চোখের ইশারায় দমিয়ে রেখেছি।
>>> উপমার ব্যবহারটি ভীষণ ভাল লাগলো দিদি ভাই।
loading...