স্মৃতিতে বীথি

অাচ্ছা বীথি, কখনো কি তুমি বিশ্বাস করবে? রাতের ঐ উজ্জ্বল অাকাশের নক্ষত্রের একটু অালোর ছোঁয়াতে তোমার স্পর্শ পাই। জানি বিশ্বাস করবে না, অাশ্চর্যও হচ্ছ তাই না? সত্যি কি জানো, গুমোট পৃথিবী যখন ঘুমিয়ে যায় জোনাকিরা যখন অন্ধকার ঝোপের মাঝে পুলকিত করতে থাকে সেখানেও অামি তোমার রুপের ঝলক দেখে বিমোহিত হয়ে অপলক নির্বাক মনে হারিয়ে যায়। অাসলে কখন যে তোমাকে ভালো লেগে গেছে এই অাবাল্য মনে তা অজানায় ছিল।

অারও কি জানো, কখনো কখনো তোমাকে নিয়ে হারিয়ে যেতাম সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে অাবার কখনো হারিয়ে যেতাম বাতাসের নির্মল গন্ধের সাথে সাথে। কি অানন্দই না লাগতো অামার যতক্ষণ তোমার সাথে কটাতাম। অাবার যখন ফিরে অাসতাম এই জনমনে তখন পৃথিবীর সব কিছুকে শূন্যতা মনে হলেও পাগলের মতো হাসতাম নির্জনে তোমাকে কল্পনায় ভেবে ভেবে । মাঝে মাঝে লোকেরা বলত ছেলেটা পাগল হয়ে গেছে, সত্যি কি অামি পাগল হয়ে গেছি? কি তুমি কিছু বলছ না কেন?
চুপ!
ও তুমিও তো অামাকে লোকেদের মতো প্রলাপকারী ভেবে ভেবে অাকাশের পরীর মতো উড়ে চলে যাও?

অাচ্ছা, তোমার বিশাল পঙ্খিতে ভর করে নিয়ে ঐ নীল অাকাশের চাঁদের দেশে অামাকে নিয়ে হারিয়ে যেতে তোমার কি একটুও ইচ্ছে হয় না? যেখানে অামাদের ছোট্ট একটা নীড় থাকবে অার থাকবে এক গ্লাস চাঁদের অালো। চাঁদের অালোতে তোমাকে এত বেশি ভালো লাগে যে, যখন চাঁদ মামা ঘুমিয়ে যায় তখনও তোমার জন্যে এক গ্লাস অালো নিয়ে রাখার জন্য মাতাল হয়ে প্রলাপ করতে থাকতাম। কত পাগল অামি তাই না? অাসলে তোমাকে যেদিন কৃষ্ণচূড়ার ছায়ায় প্রকৃতির হাসির সাথে রঙ্গিন শাড়িতে দেখেছিলাম সেদিনই এ প্রাণে প্রবল ঘূর্ণিঝড়ের মতো ধাক্কা লেগেছিল। জানো, এ সুন্দর ভুবনে কত বিচিত্র সৌন্দর্যের মাঝে তোমাকে এক পলক দেখতে না পারলে এ পৃথিবীর সব কিছুর প্রতি কেমন জানি একটা তিক্ততা চলে অাসে সেদিন থেকেই। তাই তো তোমাকে এক পলক দেখার জন্য খুঁজে বেড়ায় কখনো টেকনাফের উত্তাল চির যৌবনা মহা সৈকতে অার কখনো প্রকৃতির অপার সৃষ্টি হিমালয়ের দ্বারপ্রান্তে। সেখানে যখন খুঁজিয়া তোমাকে না পাইতাম মত্ত হইয়া সাত সমুদ্রের তেরো নদী পেরিয়ে যেতাম পাতালপুরীর পরীদের দেশে। বৃথায় বৃথায় সেখান থেকে চলে যেতাম সপ্তা আকাশের দারপ্রান্তেও। তবুও পাইনি সেথায়।

একদিন তোমাকে খুঁজিতে খুঁজিতে সত্যি চলে অাসব তোমার কাছে এ পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে। তখনও কি বীথি, অামাকে পাগল বলবে?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৯-০৫-২০১৯ | ১০:৩৫ |

    লিখন চরিত্র বীথি'র সাথে আপনার আলাপচারিতা আর সাহিত্য রসে সুলিখা সত্যিকারার্থে ভালো লাগার মতো। শুভেচ্ছা রইলো মি. জাকির হোসাইন বিপ্লব। শুভ সকাল।

    GD Star Rating
    loading...
  2. সুমন আহমেদ : ০৯-০৫-২০১৯ | ১৩:২১ |

    শুভেচ্ছা জানবেন জাকির হোসাইন বিপ্লব। লিখাটি পড়লাম। 

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০৯-০৫-২০১৯ | ১৩:৪৫ |

    ভালোবাসা লেখক জাকির ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ০৯-০৫-২০১৯ | ১৪:২০ |

    সুন্দর লিখেছেন দাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  5. শাকিলা তুবা : ০৯-০৫-২০১৯ | ২৩:৫০ |

    পড়লাম। এতো গুলো মানুষ আপনার লিখায় মন্তব্য করে গেলেন অথচ এখনও কাউকে উত্তর করলেন না !!! উত্তর দিলে আপনার লিখার পাঠক বাড়বে ভাই। অন্যদের পোস্টেও মন্তব্য দিলে হৃদ্যতা বাড়বে। Smile

    GD Star Rating
    loading...