আজও মনে পড়ে একাত্তর,
সেই ভয়ানক দিনগুলি।
যে দিন দেখেছি দানবের হিংস্র থাবায়
ছিন্নভিন্ন হয়েছে বোনের শরীর,
কামানের গোলায় ঝাঁঝরা হয়েছে ভাইয়ের বুক।
দেখেছি, সবুজ ঘাসের বুকে
তাজা রক্তের স্রোত।
যে রক্তের প্রতিটি কনা বলছে,
তোমরা স্বাধীন হও, তোমরা স্বাধীন হও।
আজও মনে পড়ে একাত্তর,
সেই অশ্রুসিক্ত দিন গুলি।
যেদিন দেখেছি দানবের ছোবল থেকে
রক্ষা পায়নি দুধের শিশু,
মায়ের চোখের সামনে বুটের চাপে
পিষ্ট হয়েছে কোমল তনু।
দেখেছি, মায়ের চোখ থেকে
ঝরছে প্রতিহিংসার অশ্রু।
যে অশ্রু’র প্রতিটি কনা বলছে,
ওদের ক্ষমা করোনা, ওদের ক্ষমা করোনা।
আজও মনে পড়ে একাত্তর,
সেই দুর্বিষহ দিনগুলি।
যেদিন দেখেছি হানাদার বাহিনী
পুড়িয়ে মেরেছে বৃদ্ধ পিতা কে,
চোখের সামনে বেয়নেট খুঁচিয়ে
মেরেছে আদরের সন্তান কে।
দেখেছি সন্তান হারা পিতার
আর্তনাদ আর করুন চিৎকার,
যে চিৎকারে ধ্বনিত হচ্ছে,
ওদের ধ্বংস করো, ওদের ধ্বংস করো।
ওদের কে শেষ করে দাও।
loading...
loading...
"আজও মনে পড়ে একাত্তর, সেই অশ্রুসিক্ত দিন গুলি।" প্রশ্ন হচ্ছে একাত্তর কি এখনও আমাদের জাতীয় জীবনে কেবলই চেতনা !! নাকি অবচেতনা !!! স্বপ্ন !!!!
loading...
দেখেছি সন্তান হারা পিতার আর্তনাদ আর করুণ চিৎকার,
যে চিৎকারে ধ্বনিত হচ্ছে, ওদের ধ্বংস করো, ওদের ধ্বংস করো। ওদের কে শেষ করে দাও। সহমত।
loading...
পঁচাত্তরের দুঃখজনক অধ্যায় বাংলাদেশকে মাথা উঁচু করে বাঁচার প্রেরণা হোক।
loading...
সবিশেষ বাংলাদেশ ভালো থাকুক কবি দা। শুভেচ্ছা নিন।
loading...