বাঙালী কি জিনিস বুঝতে চাইলে মাথার সব চুল উপড়ে ফেলুন তারপর জ্বালিয়ে দিন আমার যেমন সব চুল উঠে যাচ্ছে! লজিক বলছে —
১. বাঙালীরা পোশাকের কারুকার্য দেখে মানুষ বিচার করে।
২. আমি বাঙালী হিসেবে গর্বিত–বলতে আমার এখন লজ্জা লাগে!
যেদিন কোন রবীন্দ্রনাথ গীতাঞ্জলী লিখবে যেদিন ক্ষুদিরাম জন্মাবে যেদিন নজরুল সুকান্তরা নেতাজীরা আগুনের গোলা হয়ে আবার বাংলায় ফেটে পড়বে সেদিন বলব আমি “আমি বাঙালী হিসেবে গর্বিত”!
২. “যৌনঈর্ষা” আর একটা বড় কারন! একটা পর্ণ ষ্টার” আমাদের ভারতে যা সম্মান পায় একটা ধর্ষিতা” সে সম্মান পায় না! মেয়েদের”অনেকটাই ছোট করে দেখানো হয় একজন ফিল্মস্টার”কে ও যৌন লাঞ্ছনার স্বীকার হতে হয় ! কিছু বাঙালীদের বক্তব্য এটাই–“ মেয়েরা জন্মেছে বিয়ে করার জন্য যাই করুক খুন্তি নাড়তেই হবে, কেবলই এক বাচ্চা জন্ম দেয়ার মেশিন? মানে সে বেরোলে দোষ লাইন মারতে যাচ্ছে? না বেরোলে ফুটোর” ভিতরে বসে বসে খাচ্ছে কেন? তাহলে মেয়েরা কি সব স্বর্গে থাকবে?
বিয়ে করলে কেন? সেটা একটা ব্যপার বিয়ে করছ না কেন?সেটাও ব্যাপার বিয়ে কবে করবে???? বড় ব্যাপার ? ভাবুন … বিয়ে করার পর বিয়ে করতে গেছিস কেন? কে বলেছে? কেন বলেছে?কি পেলি?
লজিক
বিয়ে করেছিস যা কেন করলি? ভালো করেছিস? “কিরে তোর বর /বৌ র সংগে আলাপ করাবি না”?
এই হচ্ছে বাঙালী?
সামনে বলবে তোর বৌ /বরটা কি বাজে দেখতে একে বিয়ে করেছিস ছি! তারপরে বলবে এই তোর বর /বৌ য়ের ফোন নং পাওয়া যাবে!
যৌনঈর্ষা?
শ্রাবন্তী র ব্যাপারটা ঠিক সেই রকম ই! হা হুতাশ করে মরছে মনে হচ্ছে শ্রাবন্তী পৃথিবীর সব “যৌনসুখ” পেয়ে যাচ্ছে আর তারা নে খেতে পেয়ে ভিখারী’ র অবস্থায়? সব মেয়ে আবার সমান নয় সব ছেলে ও তেমনি কিছু কিছু বদমাস গোছের ছেলেমেয়েদের জন্য ভালোদের জীবন নষ্ট হয়ে যায়!?
loading...
loading...
তাঁহারা সুখি হোক। এই শুভকামনাই করি।
loading...
শ্রাবন্তী র ব্যাপারটা ঠিক সেই রকম ই!
loading...
দারুণ লজিক নিয়ে লিখেছেন কবিবোন।
loading...
ভাল আলোচনা কবি দিদি ভাই।
loading...