GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সম্পাদককে এডিট করে ছবি ছোট না করার জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। এতে ছবির মান খারাপ হয়। ছবি গভিরতা হারায়। সারা পৃথিবীজুড়ে ছবিটি সমাদৃত হয়েছে।
loading...
আপনার প্রতি সম্মান রেখেই শব্দনীড় সঞ্চালকের অভিমত আমি জানাতে পারি। শব্দনীড় এমন একটি ব্লগ যা কিনা সম্পূর্ণ অলাভজনক। প্রতিদিন এখানে প্রচুর ছবি আপলোড হয়ে থাকে। সঞ্চালক স্বয়ং বাধ্য হয়ে প্রতিটি ছবিকে সম্পাদনা করেন। কেননা, ছবি বা মিডিয়া একটি সাইটকে ভারী করার জন্য যথেষ্ঠ। সাইট ভারী হয়ে গেলে ডেডিকেটেড সার্ভারের ব্যায় বহন করার আর্থিক সঙ্গতি শব্দনীড়ের নেই।
আপনার ছবির সাইজ 2928 x 2943 px. জায়গা নিয়েছে 3.9 মেগাবাইট। শব্দনীড়ের ছবি আপলোডের জন্য বরাদ্দ রয়েছে 468 x 300 px.
অতিরিক্ত মাপের ছবির ভারে এর আগেও শব্দনীড়কে সাময়িক বন্ধ রাখতে হয়ে ছিলো। ঐ সেই ব্যায়ভার। পরবর্তীতে শব্দনীড়কে যখন চালু করা হয়, নিতান্তই বাধ্য হয়ে সমস্ত মন্তব্য এবং মিডিয়া মুছে দিতে হয়েছিলো। আশা করবো শব্দনীড়ের সীমাবদ্ধতা বুঝবেন। কোথাও ছবি আপ করে লিংক ব্যবহার করতে পারেন। আপনি জেনে থাকবেন, এফবি, ইমগুর, গুগল, ফ্লিকার, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ সহ অনেক সাইট রয়েছে, যারা ফ্রি ফটো রিজার্ভিং সহ শেয়ার সুবিধা দেয়।
মাসিক ৩,৫০০/৪,০০০ টাকায় যৌথ ভাবে নির্বাহ ব্যায় সংকুলান করার জন্য শব্দনীড় যখন কারু থেকে অনুদান প্রত্যাশা করেছে, একে একে তাঁরা সকলেই শব্দনীড়কে টাটা বাই বাই করেছে। শব্দনীড়ের রয়েছে এমন শত অভিজ্ঞতা।
loading...
আলোকচিত্র শেয়ার করার জন্য ধন্যবাদ মি. অর্ক।
loading...
সুন্দর ছবি অর্ক রায়হান। আপনার মন্তব্যে বুঝলাম ছবিটি বেশ বড়। ফেসবুকে আমি এই মাপের ছবি আপলোড করার চেষ্টা করেছি। ছবি যত বড়ই আপলোডের সুবিধা দেয়া থাক না, ওদেরও নিজস্ব নিয়ম বা ফটো অপ্টিমাইজেশনে বড় যে কোন ছবিই 960 পিক্সেল এর উপরে নেয় না। অটো রিসাইজ করে ফেলে। ভিডিওর ব্যাপারেও সাইজ ফিক্সড।
loading...
অসাধারণ অর্ক ভাই।
শৈশবের এমন ছবি মন উদাস করে দেয়।
loading...
সুন্দর আলোকচিত্র। সাদাকালো হওয়ায় ছবির আবেদন বেড়েছে।
loading...
বাহ্ প্রিয় অর্ক দা। শৈশবের দারুণ সিগনেচার।
loading...
সবাইকে ধন্যবাদ। এরপর থেকে এরকম পোস্ট না করবার সিদ্ধান্ত নিলাম।
loading...
অনবদ্য ছবি –
loading...
ধন্যবাদ।
loading...