মন ভিখারী

মন ভিখারী

“মন ভিখারী” বলতে যারা মন থেকেই ভিখারী যেটা সাধারণত লজিক্যালি অনেক দিক থেকে হয়ে থাকে/ লজিক্যালি বিষয় গুলি বলছি একটু দেখে নেবেন—-

১) গরিব মন থেকে হওয়াটা একধরনের নেগেটিভ রোগ বলা যেতে পারে/কিপট্যামি মানুষকে সম্মান না দেওয়া আর ও নানারকম নোংরামো যাকে বলে ছোট মন / “আমার আছে আমি আমার টা দেখব কেন লোকের সুবিধা দেখতে যাব”?
স্বার্থপর” বলা যেতে ও পারে।

তাই ভিখারী হলেও মন বড় থাকা অত্যন্ত জরুরি।

২) অনেকরকম হৃদয়ঘটিত আঘাতের কারণে অনেককে ছোট মন” হতে বাধ্য হতে হয়/ সবকিছু উজাড় করে মানুষকে আপন করলে মানুষ তাঁর মূল্য দেয় না/“ যে কুকুর উদারপরায়ণ তাঁর কপালে দিনের শেষে মাংস জোটে না”
আমাদের সমাজে “সাকসেস থেকে পেটের ভাত” একপ্রকার কেড়ে ই খেতে হচ্ছে/কেউ কারোর মুখে তুলে দিতে বাধ্য নয়/

যুবক ছেলে মেয়েদের ব্রেক আপ ”জিনিসটা তাঁদের জীবনের “ সবুজ মন”কে বিষিয়ে দিচ্ছে ভালোবাসাটা এখন কতকগুলি “গিফট আর বাপের টাকা” র উপর নির্ভর করে চলছে/

ভালোবাসি” কথাটা নর্দমার নোংরা তে পরিনত হচ্ছে/ ভালোবাসা বলে কিছু নেই উদার বড় মনের মানুষ বলেও কিছু নেই“ দেওয়া নেওয়া সিস্টেম সবজায়গায় কাজ করেছে” –
“ তুমি আমাকে দিতে পারবে অনেককিছু তবেই ভালোবাসব” এইরকম একটা “চুক্তির মধ্যেই ভালোবাসা সীমাবদ্ধ /তারপর তো পণপ্রথা আছেই/

৩) মন বড় সহজ সরল মানুষদের বরাবরই সমাজে ঠকতে হচ্ছে?

কটা সম্পাদক আছেন লেখককপি পাঠান বলতে পারবেন? সব জায়গাতেই “বিজনেস মাইন্ড”কাজ করছে!
৪) তরুন প্রজন্ম র মন কখনো উদার হওয়া সম্ভব নয়/লেখিকাদের প্লাশ পয়েন্ট প্রচারের বড্ড “বেশী খাই খাই রব”–লেখকদের স্পিরিট টাই নষ্ট হয়ে যাচ্ছে?

৫) প্রচারমুখী ব্যক্তিত্ব আর “পুরস্কার”নামক ভাঁওতাবাজী যার ফলে লেখার প্রতি আস্থা উঠে যাচ্ছে/বড় মন” অনেক পরের?

৬) তা সত্ত্বেও বড় মনের মানুষ আছেন থাকবেন/ যারা প্রচারবিমুখ হয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন করে গেছেন জীবনানন্দ দাস
মনীন্দ্র গুপ্ত এনারা কিন্তু কবিতাপাঠে হুড়োহুড়ি করতে যেতেন না?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৫-০৪-২০১৯ | ৯:২৫ |

    ভালোবাসি” কথাটা নর্দমার নোংরা তে পরিনত হচ্ছে/ ভালোবাসা বলে কিছু নেই উদার বড় মনের মানুষ বলেও কিছু নেই“ দেওয়া নেওয়া সিস্টেম সবজায়গায় কাজ করেছে” –
    “তুমি আমাকে দিতে পারবে অনেককিছু তবেই ভালোবাসব” এইরকম একটা “চুক্তির মধ্যেই ভালোবাসা সীমাবদ্ধ /তারপর তো পণপ্রথা আছেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ২৫-০৪-২০১৯ | ১০:১০ |

    শতভাগ যুক্তিযুক্ত না হলেও বেশীর ভাগই সত্য বলে মনে হলো কবি বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cool.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  3. সুমন আহমেদ : ২৫-০৪-২০১৯ | ১১:৩৮ |

    কনকুলেশন কি হলো তাহলে !!  যুক্তি তর্ক বেশ আগ্রহ নিয়ে পড়লাম। Smile 

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ২৫-০৪-২০১৯ | ২১:০৬ |

    পড়লাম কবি দি। 

    GD Star Rating
    loading...
  5. শাকিলা তুবা : ২৫-০৪-২০১৯ | ২২:২৫ |

    ভিখারী হলেও মন বড় থাকা অত্যন্ত জরুরি।

    GD Star Rating
    loading...