সাতদিন ধরে রাজারা হন্যে হয়ে নুলো ভিখারি খুঁজছে;
সিংহাসন ছেড়ে তারা গয়া চলে যাবে!
গত সাতদিনে কবিরা কলম ফেলে
সাত কোটি ভোর হত্যা করেছে; এবং পাখির শিস ও ফুল!
সাতদিন ধরে জলজ-পপুলেশনে আত্মহত্যার ধুম পড়ে গেছে;
গত সাতদিনে একবারও আকাশ নীল হয়নি!
সাতদিন ধরে ধর্ষকেরা ছুঁয়ে দিলেই
নোংরা
পাথর সব
জুঁইফুল হয়ে যায় !
গত সাতদিন তনু, ত্বকী, নুসরাতের মরণোত্তর ফাঁসি চেয়ে
বিশ্ব সুশীল একযোগে মিছিল করেছে !
সাতদিন ধরে রোমিওদের অশ্লীল চিঠি শূন্যে ভাসালেই
গাংচিল হয়ে তা জলে নেমে আসে!
পৃথিবীর কোন প্রান্তেই গত সাত দিন
প্রেমিক তার প্রেমিকার ঠোঁট ছুঁয়ে দেয়নি!
আকাশ মেঘের বদলে তিন চৈত্রের মাঠে ভরে আছে;
এবং
জলের বদলে গত সাতদিন
দুনিয়া জুড়ে ঝুম পাথর-বৃষ্টি হয়েছে।
সাতদিন ধরে নদির স্রোত থেমে গেছে;
সমুদ্রে ঢেউ নেই; ফুলে পরাগ নেই
অঙ্কুরোদগমের জন্য জলের বদলে এসিড খুঁজছে সকল কৃষক!
গত সাতদিনে একটা প্রজাপতিকেও উড়তে দেখা যায়নি;
ওরা নাকি আর উড়বেনা বলে
শতবর্ষী এক কিশোরীর চোখের কোণ ছুঁয়ে কসম করেছে !
এভাবে যদি আর সাতদিন যায়; আইনস্টাইন হঠাৎ কাল
ঘুম ভেঙ্গে সতর্ক করে গেছেঃ সকল সমুদ্রে একযোগে স্যুনামি হবে;
সাধের আকাশটাকেও তখন আর বাঁচানো যাবেনা!
নাসার বিজ্ঞানীরা তাই বাজুতে অষ্টধাতুর তাবিজ বেঁধেছে;
স্পেইস ক্র্যাফট ছেড়ে তারা
পাহাড়ে পাহাড়ে হন্যে হয়ে ন্যূহের নৌকা খুঁজছে!
ঈশ্বর সূত্রে জানা গেছে, মনলতা গৃহে না ফিরলে এই অনাচার চলবেই ;
নিযুত কোটি ন্যূহের নৌকায় ভর করেও এই পৃথিবীটা আর বাঁচবেনা!
loading...
loading...
… সাতদিন ধরে রাজারা হন্যে হয়ে নুলো ভিখারি খুঁজছে।' এই খুঁজে ফেরা কেবলই হপ্তায় বাঁধা নয়; বরং গত আর আগামীর যোগে সতের বছর হলেও অবাক হবো না। মনলোগের আকাশটাকেও এখন শুধু নয়; কখনই আর বাঁচানো যাবেনা। জন-মানুষের আশীর্বাদের ভাষা অভিশাপের বুমেরাং হয়ে জাতীয় জীবনে ধেয়ে আসবে। দুঃখ আমাদের সাতদিন।
loading...
বিস্তারিত বলেছেন মিঃ মুরুব্বী। মুগ্ধতা রাখলাম।
অশেষ ধন্যবাদ!
loading...
সাতদিন ধরে জলজ-পপুলেশনে আত্মহত্যার ধুম পড়েছে। বিভীষিকময় জনজীবনে নাগরিক কালাতিপাত।
loading...
মন্তব্যে মুগ্ধ হয়েছি। অশেষ ধন্যবাদ !
loading...
ঘটনা কিছু পড়েছি, ঘটনা কিছু দেখেছি। প্রতীকী এই কবিতায় মন্তব্য শুধু আশাবাদের মধ্যেই সীমিত থাকবে আমার। ভালো থাকুন ভালো রাখুন প্রিয় ডেজারট ভাই।
loading...
ঠিক তাই, কবি!
অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানালাম!
loading...
মনলতা গৃহে না ফিরলে এই অনাচার চলবেই ;
নিযুত কোটি ন্যূহের নৌকায় ভর করেও এই পৃথিবীটা আর বাঁচবেনা! এটাই পোক্ত খবর প্রিয় মিড দা।
loading...
"পোক্ত খবরটা" ট্রাম্প তো বুঝলোই না; কবি, বিজ্ঞানী, ওঝা, পীর কেউই না!
অশেষ ধন্যবাদ দিদি!
loading...
লিখার ধরণ বেশ হয়েছে ভাই। অনিশ্চয়তা আমাদের কাটবে না।
loading...
মন্তব্য খুব ভালো লেগেছে কবি! অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি!
loading...
প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো কবিতাটা ।এই সব অন্যায়ের বিরুদ্ধে একদিন কবিতারা রাজপথের মিছিলে নামবে । সুন্দর প্রকাশ কবি।
loading...
মিছিলে অনেক খরচা পাতি! পার হেড এক প্যাকেট বিরিয়ানি !
loading...
যেন একটা সাতদিনের একটা মৌনব্রত; সাত দিনের নিশ্চুপ ধর্মঘট-
যা'র আশায় এত দরবার সাতদিন ধরে, সে কি ফিরেছে ঘরে?
কবিতায় ভালোলাগা জানবেন মিড ডে ডেজারট কবি।
loading...