বৈশাখী শুভেচ্ছা

বৈশাখী শুভেচ্ছা

চৈত্রের শেষে কালবৈশাখী” টা প্রচণ্ড জোরে পেট্রোল” পুড়িয়ে কাছে আসছে!

হাতে রসগোল্লা র হাঁড়ি হালখাতার চিঠি
কপালের চন্দনের টিপ চোখে এক গভীর “নেশা”
সংসারের মোহে এক প্যাকেট “সিগারেট” যন্ত্রনা—

এক হাসিতে বারবার আনন্দ পাই না কিন্তু এক দুঃখে” অনেকবার কান্না” আসে!
“ঝড়” উঠেছে/
ঘন কালো আকাশ/
জোরে জোরে“ রাগে” ফুঁসতে থাকা বৃষ্টি
ঝরে পড়ছে
তছনছ করে দিচ্ছে কোমল“প্রকৃতিকে”
“সবুজে” মাখানো “পৃথিবী”টাকে
পাগলকরা আবেগে স্নান করিয়ে দিচ্ছে!
“পিঠ ”দিয়ে বয়ে যাওয়া জলের ধারা তে নদ নদী ডোবা নালা ভরপুর!
মধ্যিখানে“পয়লা বৈশাখ” নতুন শাড়িতে কাজল পরে দাঁড়িয়ে!
প্রতি বছর তাঁকে সাজতে হয় !
নদীর পাড়ে জল আনতে হয় !
খই মুড়ি চিড়া নারিকেল ঝুরি মিশিয়ে খাওয়াতে হয় !
কীর্তনে গা ভাসিয়ে“বাঙালিয়ানা”জাগাতে হয় !
পয়লা বৈশাখ” আধুনিকতা, নতুনত্ব
ধর্মীয় সন্তোষ, শান্তি, সমৃদ্ধি র উন্নতির “সাজ নিয়ে
রঙ্গমঞ্চে আসুক!

দূর থেকে চেয়ে থাকা আনমনা“গোলাপের পাপড়ি” প্রেমের নতুন ভাষা খুঁজে পাক!
মোহনা র কাছে উল পাকিয়ে এক “সাগর” বিরহে “নিজেকে” ভালোবাসুক!

“পয়লা বৈশাখ” মাটির ঘরে, খড়ের ছাউনিতে—
ছেঁড়া শাড়ি র উজ্জ্বল দৃঢ়তায়
হতাশা র কুঠুরিতে দশ তলায় বন্দী কর্পোরেটে” আলো জ্বালুক
খোলা মাঠের এক বাক্স মুক্ত অক্সিজেন আমার উপর বয়ে যাক!
বৈশাখী প্রদীপ সবার বাড়িতেই “নির্লিপ্ত স্বার্থহীন উন্মত্ত খুশি” নিয়ে জ্বলে উঠুক

নববর্ষের হৃদিক শুভেচ্ছা।
পরিবার নিয়ে ভালো থাকবেন

অরুণিমা মন্ডল দাস। উৎসর্গ—প্রিয় মানুষজন
প্রকাশকাল– সকাল দশটা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৪-০৪-২০১৯ | ১৭:২৯ |

    নববর্ষের হৃদিক শুভেচ্ছা আপনাকেও। পরিবার নিয়ে ভালো থাকবেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. লক্ষ্মণ ভাণ্ডারী : ১৪-০৪-২০১৯ | ১৭:৩৬ |

    আগামী শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। 

    GD Star Rating
    loading...
  3. সুমন আহমেদ : ১৪-০৪-২০১৯ | ২১:৫১ |

    আপনাকেও বৈশাখী শুভেচ্ছা।

    GD Star Rating
    loading...
  4. শাকিলা তুবা : ১৫-০৪-২০১৯ | ২২:৪৩ |

    শুভ নববর্ষ। 

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ১৫-০৪-২০১৯ | ২৩:৩৮ |

    নববর্ষের শুভেচ্ছা কবি দি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...