দমে আছে আসল ধন
করিতে জানিলে সাধন
পিঞ্জিরার ভেতর আছে যে জন
মন দিয়ে শুনো তার গুঞ্জন।
অচিন পাখি কাঁদছে নাকি
দুঃখের বাঁশি বাজায় নাকি
কান পেতে শুনো তার নিবেদন
সে খানে বাস করে এক অভাজন।
সুর শুনো সে আলোকের
মুখনা চাইয়া দেখো সে বালকের
উদাস সাঁঝের বেলায়
তারে কেমন সুখী দেখায়।
সাধন করিলে যতনে
ভবেরও ভুবনে
সে মন থাকে নিজেরও বশে
প্রাণ পণে ডাকিলে খোদাও মেলে।
সুর সে নয় বেশি দূরে
সাধনে করিলে যতনে
ভবেরও ভুবনে
বোঝে সে ব্যাথা বন্ধ নয়নে
পাখি যখন নিরুপায়
উড়াইয়া দাও তারে
জগৎ ভুলে ডুবে দেও ধ্যানেরও লীলায়
নূরের দেখা পাবে হৃদয়ের আঙ্গিনায়।
দমে আছে আসল ধন
করিতে জানিলে সাধন
পিঞ্জিরার ভেতর আছে যে জন
মন দিয়ে শুনো তার গুঞ্জন।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বাহ বাউলাপানা বেশ লাগল কবি আপু
loading...
ধন্যবাদ আলমগীর সরকার লিটন ভাই।
loading...
দমে আছে আসল ধন
করিতে জানিলে সাধন
পিঞ্জিরার ভেতর আছে যে জন
মন দিয়ে শুনো তার গুঞ্জন।
দেহ তত্ত্বের দূণির্বার এই অমোঘ আকর্ষণের বাণী অসাধারণ উঠে এসেছে।
loading...
ধন্যবাদ আজাদ ভাই।
loading...
অপূর্ব লেখা ,,অনেক ভালো লাগলো।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
loading...
ধন্যবাদ কবি পথিক সুজন ভাই।
loading...
অনেকদিন পর এমন লিখা পড়লাম কবি সাজিয়া আফরিন। ভালো লেগেছে।
loading...
খুশি হলাম ভাই সুমন আহমেদ।
loading...
সুন্দর হয়েছে। অন্তত সুন্দর কথা সাজাবার চেষ্টা অন্তত আপনার ছিলো। বেশ।
loading...
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
loading...
বাউলিআনার সুগন্ধ পাওয়া গেলো।
loading...
হঠাৎ ভাবনার ফসল কবি আলমগীর কবির ভাই।
loading...
যদিও আপনার খুব কম লেখা। তারপরও যতটুকু লেখেন বেশ ভাল লিখেন। অভিনন্দন কবি দি।
loading...
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
loading...
লিখাটি আমার কাছে ভালো লেগেছে।
loading...
ধন্যবাদ কবি শাকিলা তুবা।
loading...
অবয়ব আধুনিক সেটা নিয়ে একটা আলোচনা হতেই পারে। কিন্তু লেখাটার উচ্চ মান নিয়ে আমার কোন সংশয় নাই। সাধু চলতির মিশ্রনে আপত্তি থাকলেও এখানে বেশ মানিয়ে নিয়েছে। এই ধরণের বিষয় বস্তুতে সম্ভবত চলতি ভাষা ব্যবহারের মধ্যে কোথাও কোথাও সাধুর ব্যবহার উপযোগিতা পায় এবং অন্তর্গত ভাবকে একটা মাত্রা দেয়। এখানে ঠিক তাই হয়েছে।
বিষয়বস্তু আমাকে মুগ্ধ করেছে। অন্তরে গভীর দর্শন কাজ না করলে এরকম করে মানুষ ভাবতে পারেনা।
সব মিলিয়ে লেখাটা পড়ে মুগ্ধ হলাম!
loading...
কারেকশনঃ লেখাটার অবয়ব আধুনিক কিনা সেটা নিয়ে একটা আলোচনা হতেই পারে। (ওপরে "কিনা" বাদ পড়েছে)
loading...
খুব বেশী বেশী করে লেখার অভ্যাস আমার নেই ভাই। প্রবাসে এমনিতে খুব ব্যস্ত থাকতে হয়। মনে যা এসেছে লিখে দিয়েছি। আপনার মন্তব্যে খুশি হলাম।
loading...
অনেক দিন পর আপনার লেখা পড়লাম কবি আপু। সুন্দর প্রকাশ।শুভ কামনা।
loading...
শুভেচ্ছা জানুন কবি হাসনাহেনা রানু আপা।
loading...
লালনের আধ্যাত্মিকতার ছুঁয়া দেখতে পেলাম আপনার লেখায়।
loading...
ধন্যবাদ আপনাকে ভাই শরীফ।
loading...