(১)
এই নগরীর সূত্র অতি সহজ,
হয় এখানে অন্ধ হও
অথবা তোমাকে অন্ধ করে দেওয়া হবে।
এখানে সকলেই আত্মম্ভরিতা অন্ধ,
তাই এখানে তোমার দেখার মত কেউ নেই;
তুমিও কাউকে দেখবেনা, কারণ তুমিও আত্মম্ভরিতা ।
(২)
তোমার হাতে জীবিকার সাদা ছড়ি তুলে দেওয়া হয়েছে,
যা নিয়ে তুমি নগরীরর নিষ্ঠুর রাস্তাগুলো পাড়ি দেবে।
রাস্তাগুলো আবার হারিয়ে যায় জীবনের উদ্ধত্য স্বপ্নে,
স্বপ্নগুলোও হারিয়ে যায় নির্জন জন অরণ্যে।
রাস্তার জোছনারা চাঁদের আলোয় হারিয়ে যায়,
প্রেম বেচে জীবন স্বপ্নের সুতো কেনার মরণ নেশায়।
(৩)
নগরীর সূত্র দিয়ে তোমাকে মূক হয়ে থাকতে বলা হয়েছে,
হয় তুমি বোধির হয় অথবা তুমি ফিরে যাও।
দেড় কোটি অভিমানি চোখ অন্ধ চোখে তাকিয়ে থাকে,
তোমার ফিরে যাওয়ার আগমনী নিস্তব্ধ ধ্বনীতে।
(৪)
এই নগর বেঁচে আছে শুধু মৃত্যু শৈলি নিয়ে,
হাজারো শৈলি আছে এখানে মৃত্যু কলায়।
এখানে মৃত্যু হয় মিছিলে মিছিলে,
এখানে মৃত্যু হয় লাইনে লাইনে।
নগরীর প্রতিটি জীবনের জেব্রা ক্রসিং,
একেকটি মৃত্যু ফাঁদ।
loading...
loading...
চারটি কবিতাই অনন্য সুন্দর কবি আলমগীর কবির দা। শুভরাত্রি।
loading...
ধন্যবাদ রিয়া
loading...
অনবদ্য লেখা, ,,শুভেচ্ছা জানবেন
loading...
আপনাকেও শুভেচ্ছা রইলো
loading...
চারটি কবিতার জন্য পাঁচটি তারা রেটিং উপহার থাকলো কবি আলমগীর কবির।
শুভ সকাল।
loading...
loading...
অভিনন্দন কবি আলমগীর কবির।
loading...
মুগ্ধতা।
loading...
চমৎকার কবি আলমগীর কবির ভাই।
loading...
ধন্যবাদ দাদা
loading...