অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থেকে
শেষমেষ রণেভঙ্গ দিয়ে আকাশভাঙা বৃষ্টির মধ্যে হাঁটছি ৷
চারপাশে তখন বৃষ্টির ছলাৎ ছলাৎ উৎসব
শব্দেরা কথা বলছে,শব্দেরা হাসছে ,স্বপ্ন দেখাচ্ছে
আবার কিছু শব্দ দুমড়ে মুচড়ে
কেবল কাঁদছে দিশেহারা
এই যে এই শব্দটির কেউ নেই
একা চির একা খুঁজে ফেরে শাব্দিক মায়া !
একটা জীবন একটি কবিতার মতোই সুন্দর
কখনো অসভ্যের তকমায় ছুটে চলা শব্দের মায়াজাল
হয়ে যায় একেকটি কবিতা
কবিতা কখনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরী করে
বৌ-বাচ্চা নিয়ে সাজানো সংসারের মতন
কখনো মৃত্যুর চেয়ে অনেক বড় স্বৈরাচরের বিরুদ্ধে কথা বলা
বুলেট বেয়নেট বুট, টিয়ারশেলের বিরুদ্ধে চেঁচিয়ে ওঠা।
আমি হাঁটছি ঘোমটা পড়া বেগুণী মায়ায়
বৃষ্টিতে ছুটে চলা
একটি মেয়েকে দেখলাম
এক জলপাই সবুজ পাঞ্জাবী পড়া ছেলের সঙ্গে
রিক্সার হুড ফেলে ঝুম ঝুম বৃষ্টিতে মিলিয়ে গেল!
আমি লাবণ্য প্রতিক্ষায়
সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম।
loading...
loading...
'আমি লাবণ্য প্রতিক্ষায়
সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম।'
যেন চিরন্তন চেনা এই সড়ক কবি ফারুক মোহাম্মদ ওমর।
loading...
ধন্যবাদ দাদা।
loading...
সুন্দর লিখেছেন কবি।
loading...
ধন্যবাদ।
loading...
ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।
loading...
কখনো অসভ্যের তকমায় ছুটে চলা শব্দের মায়াজাল
হয়ে যায় একেকটি কবিতা।
loading...
কবিতা এমনই হয়। ধন্যবাদ।
loading...
যাপিত জীবনের অনুপ্রাসে দারুণ একটি কবিতা ফারুক ওমর ভাই।
loading...
ধন্যবাদ । ভালো লাগলো।
loading...
শুভকামনা প্রিয় কবি দা।
loading...
ধন্যবাদ কবিদের দা বটি বানানোর জন্য।
loading...
খুব ভালো লাগলো। শুভকামনা নিরন্তর ।
loading...
ধন্যবাদ।
loading...
"আমি লাবণ্য প্রতীক্ষায়
সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম।"
আপনার লাবণ্য ধরা দিক এই শুভ কামনায়।
চমৎকার উপস্থাপন কবি।
loading...
ধন্যবাদ । আপনার একটি লেখা পড়লাম সেটাও খুব ভালো । শব্দনীড়ে সবাই সুন্দর লিখেন।
loading...