কিছু গল্প কিছু স্বগোতক্তি

শীত একেবারেই বিদায় নিলো। ঝা চকচকে রৌদ্রময় দিন আজ। দাবদাহ। চারপাশ গাঢ় হলুদ রঙের রোদ্দুরে ভরে আছে। মানুষের গল্প যথারীতি এগিয়ে চলেছে অবিরাম। এখানে সর্বত্র কোলাহল, এন্তার যানবাহনের আনাগোনা অহর্নিশ। কানের কাছ দিয়ে শিষ কেটে একের পর এক গাড়িঘোড়া ছুটে চলেছে। দাঁড়িয়ে আছি বাড়ির কাছের এক গলির মুখে। পৃথিবী এগিয়ে চলেছে আপন গতিতে, নিজের খেয়ালখুশি মতো। কখনও অতিকায় ডাইনোসর এই মর্ত্যলোকে দাপিয়ে বেড়াতো। তাদের প্রতিটি পদক্ষেপ তীব্র আন্দোলন সৃষ্টি করতো মাটিতে। কিন্ত তারা টিকতে পারেনি, নিঃশেষ হয়ে গেছে। বিরূপ প্রকৃতির কাছে পরাজিত হয়ে বিলুপ্ত হয়ে গেছে।
আচ্ছা, পৃথিবীর বয়স কতো হলো? এর সর্বজনগৃহীত কোনও উত্তর নেই। বিভিন্ন ধারণা প্রচলিত। প্রতিষ্ঠিত বিশেষজ্ঞ বিজ্ঞানীদের এ ব্যাপারে মতভিন্নতা আছে। সত্যি, মাঝেমাঝে বড্ড জানতে ইচ্ছে করে কোথায় শুরু? কোথায় শেষ? আমি কোথায় দাঁড়িয়ে আছি? এরপর?

***
আমার দারুণ প্রিয় একটি দেশাত্মবোধক গান, “আমায় যদি প্রশ্ন করে/আলো নদীর এক দেশ/বলবো আমি বাংলাদেশ…”। চমৎকার একটি গান। শাহনাজ রহমতুল্লাহ গেয়েছেন। শাহনাজ রহমতুল্লাহ আমার খুবই প্রিয় শিল্পী। ছোটোবেলা থেকে তার গান শুনে আসছি৷ আমি তখন খুবই ছোটো। প্রাইমারি স্কুলে সবে ভর্তি হয়েছি। এ সময় আমার বড় বোনকে দেখতাম, তাঁর বেশ কয়েকটি গান নিয়মিত গাইতো; “যে ছিলো দৃষ্টির সীমানায়/যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়/সে হারালো কোথায় কোন দূর অজানায়…”, ও আরও দুয়েকটি গান (এ মুহূর্তে ঠিক মনে পড়ছে না)। তাঁর আরেকটি অসামান্য দেশাত্মবোধক গান, “একবার যেতে দে না/আমার ছোট্ট সোনার গাঁয়/যেথায় কোকিল ডাকে কুহু/দোয়েল ডাকে মুহূর্মুহু…”।
সত্যি, অসাধারণ গায়িকা! সাবিনা ইয়াসমিন বা রুনা লায়লা’র থেকে প্রতিভা, দক্ষতা কোনও অংশেই তিনি কম নন। অনেক জনপ্রিয় গানও গেয়েছেন। যেমন সুমধুর তাঁর কণ্ঠ, তেমনি সাবলীল গায়কী। অত্যন্ত আবেদনময়ী কণ্ঠের অধিকারিণী তিনি। তবু্ও জানি না কেন, কোনও অজ্ঞাত, রহস্যবৃত কারণে আমাদের দেশের মিডিয়া কখনওই সাবিনা ইয়াসমিন বা রুনা লায়লা’র মতো তাঁকে মূল্যায়ন করেনি। কোনও একটি পত্রিকায় সাক্ষাৎকারেও তাঁকে এটা নিয়ে প্রকারান্তরে খেদ প্রকাশ করতে দেখেছিলাম। উক্ত দুই শিল্পীর কাতারে কখনওই আমরা তাঁকে রাখিনি বা বিবেচনা করিনি! অথচ তাঁর সঙ্গীত ক্যারিয়ার, যোগ্যতা, দক্ষতা কোনও বিবেচনাতেই রুনা লায়লা বা সাবিনা ইয়াসমিন’র থেকে কম নয় কিছুতেই।
আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। এখন বোধহয় তিনি আর গান করেন না। এরকম পড়েছিও কোথাও যে, তিনি আর গান গাইবেন না। আমি আশা করি, তিনি তাঁর সিদ্ধান্ত থেকে সরে এসে আবার গান গাইবেন আমার, আমার বড় বোন ও এরকম আরও অগণিত ভক্ত অনুরাগীর জন্য।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-০৩-২০১৯ | ১০:৫৪ |

    আর্টিস্টিক সেন্স অফ মিউজিক যদ্দুর যায়, সেইখান থেকে বিচার করতে গেলে শাহনাজ রহমতুল্লাহ অসম্ভব মূল্যবান একজন শিল্পী। রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিনকে পাশাপাশি রাখা হলেও শাহনাজের ক্যালিবার এদেরকে ছাড়িয়ে আকাশ স্পর্শ করে যাবে।

    সিম্পল উদাহরণ দেই। রুনা-সাবিনার গাওয়া কঠিন কোনো গানও অন্যান্য শিল্পীদের পক্ষে একেবারে হুবুহু না হলেও কাছাকাছি গেয়ে ফেলা সম্ভব।

    কিন্তু শাহনাজের খুব সহজ কোনো গানও যদি কোনো শিল্পী গাওয়ার চেষ্টা করে, সে যদি সত্যিই গান জানা শিল্পী হয় – তাও তার ঘাম ছুটে যাবে শাহনাজের গান তুলতে।

    বাংলাদেশের সঙ্গীত জগতের, সম্ভবত সবচেয়ে পারফেক্ট কণ্ঠের গায়িকা এতো অনাড়ম্বরে চলে গেলেন – বিষয়টা ভাবতে খুব খারাপ লাগে।

    শিল্পী শাহনাজ রহমতুল্লাহ এর বিদেহী আত্মার প্রতি আমার শ্রদ্ধা।

    GD Star Rating
    loading...
    • অর্ক : ২৮-০৩-২০১৯ | ১৬:১০ |

      মূল্যবান অর্থপূর্ণ মন্তব্য। ধন্যবাদ।    

      GD Star Rating
      loading...
  2. সুমন আহমেদ : ২৮-০৩-২০১৯ | ১২:৩৫ |

    লেখাটি পড়লাম। মনে হচ্ছে কিছু কাল আগের লেখা। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

    GD Star Rating
    loading...
    • অর্ক : ২৮-০৩-২০১৯ | ১৬:১১ |

      ধন্যবাদ। 

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২৮-০৩-২০১৯ | ১৩:০০ |

    পৃথিবীর বয়স কতো হলো? সর্বজনগৃহীত কোনও উত্তর নেই। বিভিন্ন ধারণা প্রচলিত। প্রতিষ্ঠিত বিশেষজ্ঞ বিজ্ঞানীদের এ ব্যাপারে মতভিন্নতা আছে। স্বীকার করি অর্ক দা।

    GD Star Rating
    loading...
    • অর্ক : ২৮-০৩-২০১৯ | ১৬:১১ |

      জি ধন্যবাদ।  

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ২৮-০৩-২০১৯ | ১৩:২৭ |

    “যে ছিলো দৃষ্টির সীমানায়
    যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়
    সে হারালো কোথায় কোন দূর অজানায়…”  Frown

    GD Star Rating
    loading...
    • অর্ক : ২৮-০৩-২০১৯ | ১৬:১৪ |

      GD Star Rating
      loading...
  5. শাকিলা তুবা : ২৮-০৩-২০১৯ | ১৩:৩০ |

    নস্টালজিক হলাম ভাই।

    GD Star Rating
    loading...
    • অর্ক : ২৮-০৩-২০১৯ | ১৬:১৪ |

      জি ধন্যবাদ। 

      GD Star Rating
      loading...