ভ্রুন উপাখ্যান

যা কিছু দৃশ্যমান
সবই তোমার রূপের দ্বিতীয় উপাখ্যান
আমি হাসি খেলি মোচড়াই
শূণ্যে উড়ো চলে বেলুন ফানুস
আমি আঁকি কতো স্বপ্ন সমাচার।

এখানে কি কেউ আছো
আসমান জমিন কাঁপানো অপরাধ সমূহ প্রতিরোধ করবে
এসো তবে বিশুদ্ধ চিত্তে
মানুষ আর শয়তানের সহবাসে হিজড়ার আমদানি
বা পঁচে যাওয়া ভ্রুনের রপতানি বন্ধ করি।

সমকামীতার নগ্ন মিছিল
কি চায় ওরা রাজধানীর মেকি সভ্যতায়
উদভ্রান্ত চিন্তা দর্শন
জানাই লূতের সম্ভাষণ।

মানুষের মধ্যে নারী পুরুষ
আপন নির্মাণশৈণী আদম হাওয়ার মস্তিস্কেরই আসা যাওয়া
আমাকে যেমন চিনতে পারো তুমি
তোমাকে চিনি অঙ্গের ঢেউ।

যতটুকু চাওয়া পাওয়া
যোজনে তোমার বসবাস
মিল আর অমিলের সাহিত্য সোপান
চির নতুনের পথে এক বর্ষাপুরুষকে আবৃত করে
রোদেলা তুমি তোমার ভেঁজাআঁচল।

চলো নিয়মের স্ফুলিঙ্গ হই
লালিত্য স্বপ্নের সহযাত্রী
যুদ্ধ থামাবো বোরাকের আরোহী ডানায়
তুমি ছামুদের ইতিহাস পড়ো
নতুবা নির্যাতীত শব্দেরা আবাবিল হয়ে ছুড়বে পাথর বৃষ্টি
যা চাও অবৈধ রক্তের হোলি খেলা না প্রশান্তির মোহনা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৪-০৩-২০১৯ | ১০:৫৮ |

    আমাকে যেমন চিনতে পারো তুমি; তোমাকে চিনি অঙ্গের ঢেউ।
    যতটুকু চাওয়া পাওয়া … যোজনে তোমার বসবাস।

    অসাধারণ সাময়িক বাস্তব কবিতা। আপনার জন্য অনেক শুভেচ্ছা ফারুক মি. ওমর। Smile

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ২৪-০৩-২০১৯ | ১৯:৩৯ |

    শব্দ এবং ভাব বিন্যাসে অনেক সমৃদ্ধ একটি কবিতা। শুভেচ্ছা কবি ফারুক মহ. ওমর ভাই।

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ২৪-০৩-২০১৯ | ২১:২৬ |

    গত লেখা গুলোন থেকে এই লেখাটি আমার কাছে অনেক বেশী স্বচ্ছল মনে হয়েছে। সমাজ দর্পণও দারুণ ফুটেছে। আপনার জন্য একরাশ শুভকামনা। একটা কথা বলি, লেখা তো দেবেনই, আমাদের অনেকের লেখাতেও মাঝে মাঝে আসবেন। সম্প্রীতি আর সৌহার্দ্যে ব্লগিং হোক আনন্দের।

    GD Star Rating
    loading...
    • ফারুক মোহাম্মদ ওমর : ২৪-০৩-২০১৯ | ২২:৫২ |

      সুন্দরের জয় হোক । মানুষ হয়ে জন্মেছি একটু ব্যস্ততা থাকে তবুও আসবো কথা দিলাম।

      GD Star Rating
      loading...
  4. শাকিলা তুবা : ২৪-০৩-২০১৯ | ২৩:২৯ |

    ভালো লিখেছেন।

    GD Star Rating
    loading...
  5. হাসনাহেনা রানু : ২৫-০৩-২০১৯ | ৮:২০ |

    যা কিছু দৃশ্যমান                                                 সবই তোমার রূপের দ্বিতীয় উপাখ্যান

    আমি হাসি খেলি মোচড়াই

    শূন‍্যে উড়ো চলে বেলুন ফানুস

    আমি আঁকি কতো স্বপ্ন সমাচার। সুন্দর অনুভূতি কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    GD Star Rating
    loading...