কথোপকথন -২

– কে আপ‌নি ?
– সেই প্রশ্নটা তো আমার করার কথা, কারণ ফ্রেন্ড রিকোয়েষ্ট আপনার কাছ থেকেই এসেছিল। আমি শুধু একসেপ্ট করলাম।
– আ‌মি ঠিক চিনতে পারছি না।
– অচেনা মানুষকে কি বন্ধুত্বের বাঁধনে রাখা যায়?
– আপনার লেখা পোস্ট ভাল লে‌গে‌ছে, অবশ্যই বন্ধুত্ব হ‌বে, কিভা‌বে রিকু‌য়েস্ট পা‌ঠি‌য়ে‌ছি ম‌নে নেই, স্মৃতিভ্রষ্ট হচ্ছি!
– তাহলে বন্ধু হিসাবে থাকা যায়, আমি এমনিতেই কম বন্ধু নিয়ে থাকি।
-জ্বী

আরো কয়েক দিন পর ….

– ভাল আ‌ছেন আপ‌নি ?
– ভালো আছি …।
– আপনি … কেমন আছেন ?
– আ‌ছি‌ মোটামু‌টি। থা‌কেন কোথায় আপ‌নি ?
– বাড়ীতে
– আমি জানতে চেয়েছিলাম আপনি কোথায় থাকেন ?
– আমার প্রোফাইল এ আছে।
– ও। আ‌মি জানতাম না, আপনার জেলা কোথায় দে‌শে ?
– আমার জেলা ঢাকা
– ভাল, বাংলার প্রতি অ‌নেক ভালবাসা আপনার !
– তাই কি মনে হচ্ছে ?
– জ্বী তাই
– অতো ভালোবাসা থাকলে রাজনীতি করতাম !

______________
কথোপকথন#২

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ১টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-০৩-২০১৯ | ১৪:৫৪ |

    জটিল আলোচনা। ঘোর কলিকাল স্যার।

    GD Star Rating
    loading...
  2. মিতা : ০৮-০৩-২০১৯ | ১৭:৪২ |

    চলবে, এই কথোপকথন গুলো নন ফিকশন। 

    GD Star Rating
    loading...
    • মুরুব্বী : ০৮-০৩-২০১৯ | ২২:২২ |

      চলুক নিরবধি স্যার। no

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ০৮-০৩-২০১৯ | ২০:২৬ |

    প্রযুক্তি আমাদের কত অভিজ্ঞতাই না তৈরী করে দেয়। Smile

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ০৮-০৩-২০১৯ | ২০:৩২ |

    টিপিক্যাল পরিস্থিতি। devil

    GD Star Rating
    loading...