আমি সব সময় চেয়েছিলাম তুমি সুখী হও। তার মানে এই নয় যে তুমি সুখী নও। আমি কখনোই তা ভাবতে চাই না। আমি সব সময় সুখী। পাওয়া এবং না পাওয়া দুটোতেই এক রকমের সুখ থাকে। সবাই তা বোঝে না।
এই যে ফেসবুক এখানে আমি অনেক মানুষের কাছাকাছি যাই, হয়তোবা তারাও আমার কাছে আসে; সত্যি বলতে কি আমি কাউকে সুখের স্বপ্ন দেখাই না, নিজে তো দেখিই না।
আমি নিজেও জানি আমি খুব জটিল এক মানুষ। সব কিছু আমি আমার মতো করে ভাবতে ভালোবাসি। তারপরও কেউ কেউ ভুল পথে ভুল করে কাছে চলে আসে, অবশ্য অনেক দেরি হয়ে গেছে। এখান থেকে নতুন করে কিছু শুরু করা যায় না, যাওয়া উচিতও না।
জীবন এমনই। শুরুটা সহজ, শেষটা কঠিন। তোমার স্বামী সন্তান সবাই আমাকে দোষী করবে জানি, একবার চুপ করে চোখ বুজে ভাবো আমি তোমাকে কোনদিনই আমার পথের সাথী হতে বলিনি। যেদিন থেকে তুমি নিজের বা তোমার পরিবারের নির্দেশীত পথে চলতে শুরু করেছ।
আমি আমার পথে চলেছি স্বার্থপরের মতো। আমি সব সময় আমার মতো ছিলাম, এখনো আছি। তোমার স্বামীর কাছে আমি বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছি। ঊল্টো হলে আমি কখনোই আমার স্ত্রীর প্রাক্তন কে কোনদিন দোষারোপ করতাম না।
আমার অক্ষমতা নিয়ে আমি অন্যকে দোষারোপ করতে চাই না। ভাবতে পারো এ আমার পরাজয়। কি জানো, জীবনের কোন খেলায় আমি প্রতিযোগিতায় নামতে চাইনি অন্তত তোমার সাথে। তোমার সাথে কোন ক্ষেত্রেই আমার প্রতিযোগিতা নেই, তুমি কেন, কারো সাথেই নাই। আমি কষ্ট পাই যদি কেউ আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবে।
তারপরও সবাই ভুল বোঝে। তাতে কিই বা আসে যায়। ভালো থেকো সুস্থ থেকো নিজের জন্য, আমিও ভালো থাকবো নিজের জন্য। আমিই আমার কষ্ট।
loading...
loading...
ভীষণ হৃদয় ছোঁয়া একটি লিখা। লিখা না বলে বলতে পারি … না পাঠানো চিঠি।
এমন আকুতি ভরা লিখা খুব কম জনেই মনের মধ্যে পুষে রাখতে পারে।
loading...
হ
loading...
এরপরও ভালো থাকুন মিতা ভাই।
loading...
পাওয়া এবং না পাওয়া দুটোতেই এক রকমের সুখ থাকে। সবাই তা বোঝে না।
loading...