ইতিহাসের পাতা যখন এপিঠ ওপিঠ করে উল্টাই, দেখি কেবল কতো সকালের করুণ চিৎকার! কতো দুপুরের হাহাকার! কতো বিকেলের কান্না! কেউ লাঞ্ছিত! কেউ বঞ্চিত! কারো রাত নেই! কারো দিন নেই!
কারো কারো কিছুই নেই!
এমন অত্যাচার নির্যাতন নিপীড়ন অনেক তো দেখেছি, সুনেছি, সয়েছি!
ওহে মানুষ, এবার অন্তত থামো। অন্তত এবার একটু ভালোবাসা নিয়ে মাঠে নামো।
মনে বড়ই স্বাদ আমার, একটু ভালোবাসার।
মনে বড়ই স্বাদ, ক্ষমার রুমালে মুছে দিবে সব অপরাধ!
অনেক তো হলো যুদ্ধ দামামা খয় ক্ষতি!
এবার না হয় জ্বালবে একটু মায়ার জ্যোতি।
অনেক সয়েছি অত্যাচার, নির্যাতন! নিপীড়ন!
আমার খুব ইচ্ছে করে এবার ভালোবাসার অত্যাচারে অত্যাচারিত হই।
এ অত্যাচারে হয়তো একদম শেষ হয়ে যাবো, না হয় বাঁচবো। তবুও ভালোবাসার অত্যাচার চাই।
একটু ভালোবাসলে’ই তো ভালোবাসা পাওয়া যায়, একটু ভালোবেসে দেখই না, তোমার জন্য জীবন দিয়ে দিবো হে মানুষ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"এবার ভালোবাসার অত্যাচারে অত্যাচারিত হই। এ অত্যাচারে হয়তো একদম শেষ হয়ে যাবো, না হয় বাঁচবো। তবুও ভালোবাসার অত্যাচার চাই।"
বেশ কঠিন আত্মপ্রত্যয় ফুটে উঠেছে লিখায় কবি। শুভ কামনা।
loading...
অশেষ শুকরান প্রিয় মুরুব্বী।
loading...
অনেক অনেক শুভেচ্ছা কবি সাহারাজ। প্রায় সময় আপনার লেখা দেখি না যে !!
loading...
প্রিয় মেম ব্যস্ততার কারণে আগের মতো এখন নিয়মিত লেখালিখি হয়না! অনেক অনেক ভালোবাসা জানবেন।
loading...
ফ্যান্টাস্টিক কবি ভাই। মাঝে মাঝে আপনাকে ফীল করি। একসময় আপনার লিখা নিয়মিত পড়তাম। এখন নাই। আশা করবো ভালো আছেন।

loading...
আলহামদুলিল্লাহ্ ভালো আছি ভাই। আগের মতো লেখালিখি হয়না বলে আসা হয়না। আমিও ফিল করি আপনাদের সকলকে। তাই মাঝর মাঝে আমি। ইনশা আল্লাহ্ নিয়মিত আসার জন্য চেষ্টা করবো। অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো প্রিয় ভাই।
loading...