মন অস্থির, মন কাঁদছে, মন বলছে তুমি ভালো নেই !
কিছু কি শেষ হয়ে গেলো? কিছু গেলে তো কিছু থাকে-সেইটুকু নিয়ে ভালো থেকো;
নীলটুকু নিয়ে ভালো থেকো, জলটুকু নিয়ে ভালো থেকো, ভালোটুকু নিয়ে ভালো থেকো
যতোটুকু পারো ভালো থেকো !
মেঘ ডাকছে, আকাশ কাঁদছে, মন বলছে তুমি ভালো নেই !
যেটুকু পড়ে গেছে যাক পড়ে, বাকিটুকু তুলে রেখো-সেইটুকু নিয়ে ভালো থেকো;
বুনোফুল নিয়ে ভালো থেকো, শিশির নিয়ে ভালো থেকো, মরাগাঙ নিয়ে ভালো থেকো
যতোটুকু পারো ভালো থেকো !
নদী কাঁদছে, সুর থামছে, মন বলছে তুমি ভালো নেই !
যেটুকু নিয়ে গেছে যাক নিয়ে, কিছু তো রয়ে গেছে! সেইটুকু নিয়ে ভালো থেকো;
ঘাস ফড়িং নিয়ে ভালো থেকো, মেঘ নিয়ে ভালো থেকো, দু:খ নিয়ে ভালো থেকো
যতোটুকু পারো ভালো থেকো ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ক্লাসিক এক কবিতার স্বরূপ খুঁজে পাওয়া গেলো।
অভিনন্দন মি. মিড ডে ডেজারট। শব্দনীড় এর পাশে দাঁড়ানোর জন্য আপনার প্রতি শব্দনীড় এর কৃতজ্ঞতা। পাশে দাঁড়ানোটি কারু জন্যই তেমন পীড়াময় হবে না; যদি বিজ্ঞাপনের ব্যবস্থা হতো। প্রত্যাশা সব সময়ই থাকে কেউ তো পাশে এসে দাঁড়াবে !!
loading...
কবিতার কমপ্লিমেন্টে খুশি হয়েছি মিঃ মুরুব্বী!
শব্দনীড়ের মতো প্লাটফর্মের পাশে থাকতে পারলে সবাই গর্বিত হবে। আমিও তাঁদের ব্যতিক্রম নই; তাই আনন্দিত!
loading...
আমি স্বীকার করি, আপনার কবিতা থেকে কিছু একটা নেবার মতো আছে। স্টাইল অথবা শব্দের গাঁথুনী।
রপ্ত করতে পারলে নিশ্চয়ই জানাবো আপনাকে। ভালোবাসা প্রিয় ডেজারট ভাই।
loading...
এমন মন্তব্যে মন ভরে যাবেই। অমূল্য কমপ্লিমেন্ট! এজন্য কৃতজ্ঞতা জানাই ভাই আপনাকে।
loading...
যতোটুকু পারো ভালো থেকো। কী অসাধারণ এক আকুতি !!!!
কোথায় ছিলেন মিড দা। অনেকদিন আপনাকে পাইনি।
loading...
কয়েক রকমের ঝামেলায় ছিলাম এবং এখনো কিছুটা–
মনকাড়া মন্তব্যের জন্য ধন্যবাদ দিদি!
loading...
* অসাধারণ প্রকাশ সুপ্রিয়…
loading...
মন্তব্যে মুগ্ধ কবি!
অনেক ধন্যবাদ !
loading...
চমৎকার সব শব্দ মিলের সংযোজন ঘটিয়েছেন কবিতার ছন্দ মিলে।জাস্ট অসাধারণ একটি কবিতা পড়লাম।
মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি বন্ধু।
মেঘ ডাকছে, আকাশ কাঁদছে,মন বলছে তুমি ভালো নেই!
ভেরি নাইস।
loading...