কবিতা নয় … এলোমেলো খেরোপাতা
কিছুক্ষণ আগে বার্তা পেলাম
দুই বন্ধু এক জীবন যুগল বন্দি কাটাবে।
আমি খুব হাসলাম
খাতা কলম নিয়ে বসে পড়লাম
ভালোবাসা যদি অমরতা আনে;
তবে যাও বলে দিলাম, দাঁড় কাক হৃদয় খুবলে খাবে।
মৃদু হাওয়ায় যদি মাতাল হওয়া যেতো …
তবে হয়েছে, মদ্য কারবারিদের ব্যাবসা লাঠে উঠে যেত
কবি জীবনানন্দ দাস একদা বলেছেন
তার দেহ তিনি অন্ধকারে ধুয়েছেন একা একা
অভাগিনীর বেয়াদবি মাফ করবেন কবি মহোদয়
কবি হতে গিয়ে গুনেছেন কি, ভেঙেছেন কত শত কোমল হৃদয় !!
আমাদের প্রিয় কবি নির্মলেন্দু বলেছেন
“শুধু তোমাকে একবার ছোঁব
ওই আনন্দে কেটে যাবে সহস্র জীবন।”
এমন করে কেউ কি আজকাল উজাড় করে ভালবাসে ?
বুকে হাত দিয়ে সত্যি বলুন, সত্যি কি তাই?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
“শুধু তোমাকে একবার ছোঁব
ওই আনন্দে কেটে যাবে সহস্র জীবন।”
এমন করে কেউ কি আজকাল উজাড় করে ভালবাসে ?
বুকে হাত দিয়ে সত্যি বলুন, সত্যি কি তাই?
এলোমেলো খেরোপাতার কবিতায় গুরুত্বপূর্ণ শেষ এই বাস্তব অংশটি। অভিনন্দন কবি।
loading...
সততার সাথে বলি; লিখাটিকে আমি সিরিয়াসলি নেইনি আজাদ ভাই। ধন্যবাদ।
loading...
একদম সরল স্বীকারোক্তি। সৎ সাহসী না হলে লেখক এই বাস্তবতা লিখতে পারতেন না। অভিনন্দন কবি সাজিয়া আফরিন।
loading...
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
loading...
কবি জীবনান্দকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যে মূল্য দরকার তা সন্দেহাতীতভাবে এই কবিতায় আছে। কবি নির্মলেন্দুর প্রেমানুভূতির মতো মুগ্ধতায় পূর্ণ এই কবিতা!
loading...
অতো গভীরে ভাবিনি ভাই। এমনি এমনি চলে এসেছে মিড ডেজারট। আপনাকে শুভেচ্ছা।
loading...
" শুধু তোমাকে একবার ছোঁব
এই আনন্দে কেটে যাবে সহস্র জীবন ।"
প্রিয় কবি নির্মলেন্দুর প্রেমানুভূতি উপমা
কবিতা নয় …. এলোমেলো খেরোপাতা কবিতাটা কে আরও অর্থবহ করে তুলেছে। শুভ কামনা।
loading...
ধন্যবাদ কবি রানু্ আপা। অনেক শুভেচ্ছা আপনার জন্য।
loading...
সুন্দর। তবে আপনি যদি নিয়মিত সঙ্গ দেন, আমার বিশ্বাস আপনার থেকে আরও ভাল লেখা পাব দিদি ভাই। আরও আরও লেখা চাই।
loading...
কথা দেবো না তবে চেষ্টা থাকবে কবি রিয়া রিয়া।
ধন্যবাদ।
loading...
নির্মলেন্দু বলেছেন
##“শুধু তোমাকে একবার ছোঁব
ওই আনন্দে কেটে যাবে সহস্র জীবন।”
আমার তো কাটবে না!………
এখনকার দুনিয়ায় প্রত্যশিত / অপ্রত্যাশিত সবই
ঘটা সম্ভব। তা শুধু আমাদের দেখে শুনে যেতে হবে
উন্নতির সাথে সাথে মানসিক বিকৃতিও যে ঘটছে না
তা কী অস্বীকার করা যায় বলেন!
কবিকে শুভেচ্ছা জানাই। ভালো থাকুন বোন সাজিয়া আফরিন।
loading...
ধন্যবাদ শরীফ ভাই।
loading...
চমৎকার সুন্দর লেখনী। মন ভরে গেল।
loading...
ধন্যবাদ শেখ বাবু ভাই।
loading...