এক সময় অলীকতায় করলাম আমি শেষ;
এই পৃথিবীর ক্ষুদ্র থেকে বৃহত্তর সব দেশ!
কোথাও খুঁজে পাইনি আমি মনুষ্যরূপী বেশ
যেথা যায় পাগল হই, অর্ধ শ্বাসে মৃত্য রই!
থাকলেও মুখ, কিছু বলার নেই কো ক্ষমতা
এইতো আজ, চলছে সমাজ, ভগ্ন মানবতা।
স্রষ্টার কিছু নেইকো দেখছি মন্দ কী অমিল
সবার প্রতি তাহার কর্ম এক দৃশ্যে অাপিল।
তবে অবাধ্যদের প্রতি অন্যরূপ কর্ম তাহার
দেখায় যদি নিজে থেকে লানতদারি বাহার।
মানবরূপী প্রাণ এপাশ ওপাশ ছোটে
কর্মে তাদের শয়তানও আর্তনাদে ওঠে।
শকুন-চিলে করছে লড়াই নিয়ে তাবে-দারি
অহর্নিশে ক্রন্দন করে জীবন দেওয়া বারি।
ছিচকে চোরেগাঁইতি মারে,ডাকাত করে বশে
একটু খানি ফুঁয়ের ঘাতে পাহাড় পর্বতও ধ্বসে।
দুয়ের চলন চারে পড়ে, বৃথা তারা সমাজ গড়ে
টাকার জেরে মগজ নড়ে,মিথ্যে তারা স্বর্গে চড়ে।
বৃথা ভেবে শেষ দিন, কলুষ গড়ে সীমা হীন
বিদ্যা বোঝা উদাসীন,বাদ পড়েনা মানব জ্বীন।
অলীক পুঞ্জে, কুঞ্জে কুঞ্জে ওই গুঞ্জরিয়া ধায়
খোলা চক্ষে, বিদীর্ণ বক্ষে, শত নিশান পায়।
পালা বদল, সজাগ সদল, হবে কেয়া -মতে
ফাঁকি বাজি, করো আজি, পড়বে ধরা ওতে
অলীক ভেবে, মেনে নেবে, তা তো বুঝি নয়।
চিরকালীন, নয় যে বিলীন, করবে সদা জয়।
loading...
loading...
অলীক পুঞ্জে, কুঞ্জে কুঞ্জে ওই গুঞ্জরিয়া ধায়
খোলা চক্ষে, বিদীর্ণ বক্ষে, শত নিশান পায়।
অভিনন্দন প্রিয় কবি মি. কালাম হাবিব। কেমন আছেন ?
loading...
সত্যই তাই কবি দা। অলীক এখন জগতেই বিরাজ করছে।
loading...
অসাধারণ লিখেছেন প্রিয় কবি কালাম ভাই।
loading...
ভীষণ ভালো লেগেছে l চমৎকার প্রকাশ l
loading...