রাজনীতির ভদ্রপুরুষ

(সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে)

এতো অসময়ে এভাবে তোমার চলে যাওয়া,
কিছুতেই মানতে পারে না দেশ, এই জন্মভুমি।
এক বিরল প্রজাতির ভদ্রমানুষ তুমি ছিলে, অনেকটাই বেমানান এই বাংলাদেশের
খেয়োখেয়ির রাজনীতির মাঠে।
তুমি ছিলে মানুষের হৃদয়ের গহীন কুঠিরে, শ্রদ্ধা আর মানুষের ভালোবাসায়,
চলে গিয়ে বুঝিয়ে দিলে তুমি ছিলে
তোমার বাবার মতো এক নিভৃতচারী
নেতা পাগল, দেশ পাগল, স্বাধীনতা পাগল
এই মাতৃকার এক শ্রেষ্ঠ পুরুষ।

বুকের ভিতর ভয়াবহ এক মৃত্যু কামড় নিয়ে,
দেশের প্রতি, নেত্রীর প্রতি, মানুষের প্রতি বিশ্বাস কে অটুট রেখে,
পথ চলেছো মাথা উঁচু করে।
প্রতিনিয়ত রাজনীতি আর ক্ষমতা
যেখানে লুটে নেয় সম্পদ,
নীতি আর বিবেক,
মিথ্যা আর সত্যের ফারাক বুঝা দায়!
তখন বিক্রি করে দিয়েছো,
নিজের উপার্জনে করা একমাত্র বাড়ী,
তবু বিক্রি করো নি বিবেক আর নীতি।

সব অস্থির আর সংকটে তুমি দাঁড়িয়েছো
এসে, তোমার প্রিয় নেত্রীর পাশে,
সুযোগ সন্ধানী যখন ব্যস্ত ক্ষমতার হিসাব মিলাতে অথবা কারাগারের অন্ধকারে,
মাথা উঁচু করে লড়ে গেছো প্রিয় নেত্রী,
প্রিয় বোনের জন্য এক অসম লড়াই।

তেলবাজী, তোষামোদ আর স্বজনপ্রীতি,
তোমাকে স্পর্শ করেনি কখনো কদাচিত,
দলবাজীর ভয়ে অফিস কে নিয়েছো বাসায়,
সুপারিশ এড়াতে রটিয়েছো তোমার ঘুম কাতরতা, দলীয় কোন্দলকে এড়াতে বেছে নিয়েছো আড়াল, সমালোচনা আর মিথ্যে প্রচারেও ছিলে অবিচল আর একরোখা।

তুমি ছিলে এই সময়ের এক ভদ্র পুরুষ,
তুমি ছিলে পরিচিত রাজনীতির এক
অপরিচিত, অচেনা আর বিস্ময় মানুষ।।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৪-০১-২০১৯ | ২০:৩০ |

    তুমি ছিলে মানুষের হৃদয়ের গহীন কুঠিরে, শ্রদ্ধা আর মানুষের ভালোবাসায়।

    সত্য এবং সৎ মানুষের মৃত্যু কখনও হয় না। তিনি বেঁচে থাকবেন পরম শ্রদ্ধায়।  

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৪-০১-২০১৯ | ২০:৪১ |

    বাংলাদেশের এই রাজনীতিকের কথা পড়েছি সামাজিক গণমাধ্যমে।

    জানাই বিনম্র শ্রদ্ধা।

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০৪-০১-২০১৯ | ২০:৪৯ |

    একজন বিস্ময় মানুষের কথা পড়লাম। নমিত শ্রদ্ধাঞ্জলি। 

    GD Star Rating
    loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৫-০১-২০১৯ | ২১:৩১ |

    * বিনম্র শ্রদ্ধা… 

    GD Star Rating
    loading...
  5. নিতাই বাবু : ০৫-০১-২০১৯ | ২২:২৯ |

    দেশ একজন মহৎ মানুষকে হারালো। বিনম্র শ্রদ্ধা…/

    GD Star Rating
    loading...