ডিগ্রী ছিলনা তাই
ডিগ্রী ছিলনা তাই,
পকেট কষ্ট পাই।
চব্বিশে শুধু B.A নয়
B.ED করেও আমি।
সাতাশেতে শুধু M.A নয়
M.ED করে বিপদগামী।।
শুধু দেখি কাগজ কালি,
চলতে গিয়ে চোখ খালি।
গেলো আমার বয়ষ ক্ষয়ে,
কাগজ বোঝা ব্যাগ বয়ে।
জুটেনি ডিগ্রী আমার,
ব্যর্থ তাই কতই খামার।
গেলাম আমি আরেক খোঁজে,
দুঃখ আমার ব্যাগ বোঝে।
বলে তোর তো শুধু কাগজ ফাইল,
সেথা লাগবে দ্যাখ ডিগ্রী পাইল।
ফাইল তোর কাগজ বোঝা,
পকেট ডিগ্রী খালি।
ভরা সমুদ্রে তাই
ভাটার নিশান পালি।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আপনার জন্য শুভেচ্ছা কবি কালাম হাবিব।
loading...
তারপরও অনেক ভালো থাকুন কবি কালাম ভাই।
loading...
আপনার কবিতার বক্তব্যে ব্যাথিত হলাম। ভাল থাকুন কবি দা।
loading...