স্বপ্নের রাতে
🌍
দিনের শেষে সাঁঝের বেলা,
নদীর জলে কলার ভেলা,
চাঁদনী রাতে মাছের খেলা,
হয়েছে মোর মন উতেলা।
খোলামেলা মনতো, কেউ নেই রেগে।
ঘাটের ধারে লোকের ভিড়ে,
জলের ওপর পাহ্নার নীড়ে,
ভাট ফুলে লাগাইছে মেলা,
সঙ্গ নিয়েছে কচুরিপানা,
ছোটোমাছে বড়োমাছ গেলা।
মাঝেমাঝে দিতেছে হানা।
ছোটো ছোটো পোনা গুলি,
এদিকওদিক ঝড়োগতিবেগে।
দিনের বেলা ক্লাতি ধরে,
কাটাইছে তারা অকাতরে।
এখন শান্তিতে উঠেছে জেগে।।
হাওয়া চলে শুন শুন,
চারিদিক গুন গুন,
রিম ঝিম মন,
হালকা শীতের আমেজ আসে,
ওই তো যেন প্রতিক্ষায় হাসে।
অতি শীঘ্রয় চায়ছে মোদের
ওপারে গাছপালা গন।
মোর সঙ্গী ওপরে কেউ,
বিরহ বিচ্ছেদ করেনা হেউ,
সেতো চাঁদ,তার ঝলকানি,
নদীর হালকা পানির ঢেউ।
তাতে মোর হৃদয় উজানি।
চোখ মোর ঝাপসা কেন?
সামনে দেখি বিপদ যেন!
চোখ খুলতেই মনে পড়ে,
হৃদয় বলে নড়ে চড়ে।
আরে……সবকিছু তো ফেউ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
হালকা শীতের আমেজ আসে, ওই তো যেন প্রতিক্ষায় হাসে।
জীবন এবং প্রকৃতির কবিতা।
loading...
ভালো লিখেছেন কবি কালাম হাবিব ভাই। শুভ সন্ধ্যা।
loading...
স্বতন্ত্র ধারায় বেশ চমৎকার লিখেছেন কবি দা।
loading...