বিরহ – ৩
তোমায় কত আপন ভেবে,
সঁপে ছিলাম মন।
ভাবিনি কোনদিন এত ব্যাথা দেবে
আর কাটাতে হবে বিরহে জীবন।
কথা দিয়ে ব্যাথা দিয়ে
চলে গেলে সুখ নিয়ে
আমায় শূন্য করে।
তোমায় সঁপে মন
জানিনা কখন
চলে যাবো কবরে
মৃত্যুর হাত ধরে।
কত ছবি আঁকা ছিলো
এই পোড়া মনে
ক্ষয়ে সকল আশা
অনল ডেকে জীবনে।
বিশ্বাস ঘাতক তুমি
তুমি ঠকবাজ।
তোমায় সঁপে মন
পেলাম শুধুই মরণ
না জানি তুমি কত খুশি আজ।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দেখতে দেখতে বিরহ সিরিজের ৩টি কবিতা পড়া হয়ে গেলো। অভিনন্দন কবি দা।
loading...
ধন্যবাদ!
loading...
জীবনের সব চেয়ে আপনা এবং অবসম্ভাবী একটি অনুভব হচ্ছে বিরহ। বিরহ না থাকলে জগত সংসারের অনেক সৃষ্টিই হয়তো সম্ভব হতো না। শুভেচ্ছা কবি কালাম ভাই।
loading...
সত্যি!
ধন্যবাদ! প্রিয় কবি!
loading...
হালকা হালকা ছন্দবোধনে অনুপম সৃষ্টি। অভিনন্দন মি. কালাম হাবিব।
loading...
ধন্য হলাম!
শুভেচ্ছা জানাই!
loading...
কথা দিয়ে ব্যাথা দিয়ে
চলে গেলে সুখ নিয়ে
* কবিতায় সরল ও সাবলীল প্রকাশ সুন্দর হয়েছে…
loading...