এঁকে দিব মিষ্টি চুম্বন
যদি একাকী নির্জনে এসে দাঁড়াও
আমার বারান্দার বাগানে রক্ত গোলাপের
গাছটার সামনে, এঁকে দিব মিষ্টি আদর
এই স্বপ্ন দেখতে দেখতে পেরিয়ে গেলো
তেরোটি শীত-বসন্তের কামনার সময়!
তুমি আসবে বলেই অপেক্ষার প্রহরে
দরজায় দাঁড়িয়েই থেকেছি তেরোটি বছর
চোখের সামন দিয়ে হেটে গেল মধুপূর্ণিমা রাত
নিশিথ অমাবশ্যায় জোনাকির আলো
শুধুই তোমার প্রতীক্ষায় চোখের পাতা
এক করা হয়নি!
তুমিহীন নিরব যন্ত্রনার দহন সইতে সইতে
সতেজ যৌবনও জলের অভাবে
শুস্ক মরিচিকায় কেমন বিবর্ণ মলিন
আজ ঝরা বসন্তে নির্জনে চোখ ভেসে
প্রবাহিত নদীর নিরব বেদনা
কার কি এসে যায়!
তোমার ওই উষ্ণ ঠোটে ঠোট রেখে
আমার লিপিস্টিক রাঙা দুটি মিষ্টি চুম্বন
কিছু সময় চেয়েছিলাম
যদি সময় হয় এসো অবেলায়
তবুও এঁকে দিব জমাটবদ্ধ চুম্বন
ভালবেসেই তোমায় কথা দিয়েছিলাম!!
১৯ নভেম্বর/১৮
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এই তো চমৎকার সব কবিতা পড়তে পারছি আপনার। ধন্যবাদ মি. দোয়েল।
loading...
সুন্দর হয়েছে কবিতাটি দোয়েল ভাই। অভিনন্দন।
loading...
নন্দিত শুভেচ্ছা কবি দোয়েল দা।
loading...
তুমি আসবে বলেই অপেক্ষার প্রহরে
দরজায় দাঁড়িয়েই থেকেছি তেরোটি বছর…
* প্রতীক্ষার কবিতা ভালো লেগেছে…
loading...