যদিও অন্ধকার ছুঁতে পারেনি আলো, আলো ছুঁতে পারেনি অন্ধকার!
তবুও জোনাকিগুলো খোলা মাঠে ম্যাজিক দেখাচ্ছে আলো দিয়ে তার।
আলো নেই! কালো আছে! কালো ছুঁতে ছুঁতে সুন্দরও এখন কালোর মিছিল করে!
তুমুল স্লোগানে স্লোগানে অন্ধকার করে চারিদিক!
যে কালো কৈ মাছ উল্টে খেতে জানতো না,
সে আজ তুমুলকাণ্ড করে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়! কাটা দিয়ে কাটা তোলে!
যে পানের স্বাদ কেমন কোনদিন জানতো না!
সে আজ অন্যের পান থেকে চুন খসিয়ে সুপারি ও মিষ্টি জর্দা দিয়ে পান খায়!
তবুও সুন্দরের পথ ছুঁয়ে ছুঁয়ে যে জোনাকিগুলো আশার আলো নিয়ে এদিক সেদিক উড়োউড়ি করতো,
তারা আজ ককটেলের আঘাতে ছিন্নভিন্ন!
দিকভ্রান্ত জোনাকিগুলো এখন আসে না সাগর কুলে খুঁজতে ঝিনুক!
তারা যে নগরের আল পথ দিয়ে আসতো সে আল পথের খুব অসুখ!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দিকভ্রান্ত জোনাকিগুলো এখন আসে না সাগর কুলে খুঁজতে ঝিনুক!
তারা যে নগরের আল পথ দিয়ে আসতো সে আল পথের খুব অসুখ!
___ কবিতার পাশাপাশি আপনার উপস্থিতি স্বস্তিকর কবি।
loading...
সুন্দর লিখেছেন কবি ভাই।
loading...
আলো নেই! কালো আছে! কালো ছুঁতে ছুঁতে সুন্দরও এখন কালোর মিছিল করে! দারুণ কথা। আপনি কিন্তু অনিয়মিত হয়ে পড়েছেন কবি দা। নিয়মিত আসুন।
loading...